Calcutta High Court: পথ কুকুরদের খাবার দেওয়ার নির্দিষ্ট জায়গা করে দিতে হবে! কী বলছে আদালত

বার বার পথ কুকুরদের খাওয়াতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছে পশুপ্রেমীদের (CalCutta High Court)। অন্যদিকে, পথ কুকুরদের খাওয়ানো নিয়ে নাগরিক সমাজের একাংশের অভিযোগ নেহাৎ কম নয়। পথ কুকুরদের খাওয়াতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে এই অভিযোগ জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে (CalCutta High Court)। এবার এই সমাজিক ব্যাধি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাল কলকাতা হাইকোর্ট (CalCutta High Court)। আদালতের নির্দেশ (CalCutta High Court), যেখানে-সেখানে নয়, পুরসভা চিহ্নিত জায়গায় খেতে দেওয়া হোক পথ কুকুরদের। এই বিষয়ে  বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুরসভাকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন।

কিছুদিন আগে পথ কুকুরদের খেতে দেওয়া নিয়ে দুই প্রতিবেশী বিবাদে জড়ান। তবে এটাই প্রথম নয়, বার বার পথ কুকুরদের খাওয়াতে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছে পশুপ্রেমীদের। কুকুরদের খেতে দেওয়া নিয়ে অশান্তির হার যেন ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বিচারপতি মন্তব্য করেছেন, “ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ছেন পাড়া-পড়শিরা। সমস্যা কাটাতে পদক্ষেপ করুক রাজ্য। সমস্যার সমাধানে এগিয়ে আসুক রাজ্যের পুরসভাগুলি।” হাইকোর্ট প্রতিটি পুরসভায় পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট স্থান নির্দেশ দিয়েছে।

যদিও সেখানে একটি সমস্যা রয়েছে। কুকুরদের ছোট ছোট গণ্ডি থাকে। তার বাইরে কুকুরা বের হয় না। ফলে যেখানে পথ কুকুরদের খাবার দেওয়ার জন্য পুরসভা নির্বাচিত করবে, সেখানে হয়তো কিছু কুকুর খাবার পাবে। আশেপাশের কুকুররা খাবার পাবে না বলে পশুপ্রেমীরা মন্তব্য করেছেন।

 

গতবছর পথ কুকুরকে খাওয়ানো নিয়ে বেহালা থানার ভাষাপাড়া এলাকায় এক মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। অন্যদিকে, জোকায় কুকুর ছানাদের মেরে ফেলার অভিযোগও উঠেছে স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আবাসনের মধ্যে পথ কুকুর ও কুকুর বাচ্ছাদের খেতে দেওয়া হচ্ছিল। কিন্তু বার বার বিরোধিতা করেও যখন কোনও কাজ হয়নি, তখন পথ কুকুরদের মেরে ফেলা হয় বলে অভিযোগ। তবে সম্প্রতি পথ কুকুরদের খেতে দেওয়া নিয়ে সমস্যার হার যেন রাজ্ জুড়ে বেড়ে গিয়েছে। বার বার রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ কুকুরদের খেতে দিতে গিয়ে আক্রান্তের শিকার হচ্ছেন পশুপ্রেমীরা। সেই অশান্তি থেকে মুক্তি পেতেই পথ কুকুরদের খাবার দেওয়ার স্থান নির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

Exit mobile version