Petrapole border: উত্তপ্ত হচ্ছে পেট্রোপোল সীমান্ত! বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হিন্দুরা

পেট্রোপোল (Petrapole border) সীমান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন হিন্দুরা।  একে একে বিজেপি নেতারা জড়ো হতে (Petrapole border)  শুরু করেছেন। বাংলাদেশে ক্রমাগত হিন্দুদের (Petrapole border) ওপর অত্যাচার বেড়ে গিয়েছে। এই প্রতিবাদে এপার বাংলায় পেট্রোপোল (Petrapole border) সীমান্তে হিন্দুরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বিজেপি নেতারা দলীয় পতাকা ছাড়াই এই বিক্ষোভ (Petrapole border) দেখাচ্ছেন। এই বিক্ষোভে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, সনাতনী ঐক্য পরিষদের ডাকে এই জমায়েত বলে জানা গিয়েছে। অখিল ভারতীয় সন্ত সমিতির প্রতিনিধিরা, সাধু সন্তরাও জড়ো হয়েছেন।  বিক্ষোভকারী জানান, শুধু পেট্রোপোল সীমান্তে নয়, বাংলার বিভিন্ন সীমান্তে এই বিক্ষোভ চলবে। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে এই বিক্ষোভ অব্যাহত থাকবে। অন্যদিকে, গত সোমবার হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল বাংলাদেশ পুলিশ। তাঁকে খাবার দিতে যাওয়ার অভিযোগে চট্টগ্রামে আরও দুই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়। হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস গত আট দিন ধরে জেলে বন্দি রয়েছেন।

পেট্রোপোলের পাশাপাশি কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তও কার্যত থমথমে।  বাংলাদেশ থেকে অনেকেই ভারতে এসেছিলেন। কেউ ঘুরতে তো কেউ চিকিৎসার জন্য, সবাই নিজের দেশে ফিরতে চাইছেন। অন্যদিকে, ভারত মেডিক্যাল ভিসা ও স্টুডেন্ট ভিসা সীমিত করে দিয়েছে। ভারত বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কার্যত বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, বাংলাদেশে আলু রফতানি বন্ধ করতে চলেছে ভারত। ইতিমধ্যে হিলি সীমান্তে আলুর ট্রাক আর বাংলাদেশে যাবে না বলে জানা গিয়েছে। এছাড়াও ভারত একাধিক জিনিস রফতানির ওপর রাশ টানতে শুরু করেছে। ত্রিপুরা সরকারের কাছ বাংলাদেশের ব্যাপক বিদ্যুতের বিল বাকি রয়েছে। এই বিষয়ে ত্রিপুরা সরকার ইতিমধ্যে বাংলাদেশকে সতর্ক করেছে।

বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ভারতের পতাকা অপমানের অভিযোগ উঠছে। তারপর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্তের পথে গিয়েছে ভারত। বাংলার একাধিক বেসরকারি হাসপাতাল ও চিকিৎসক বাংলাদেশের রোগীদের দেখতে অস্বীকার করেছে।

 

Exit mobile version