বৃহস্পতিবার যেন অন্য এক প্রেমের গল্পের সাক্ষী থাকল কলকাতা (Shanti Das Basak)। বৃহস্পতিবার দিনভর তিলোত্তমায় সাড়া ফেলল পুলিশের প্রেমের (Shanti Das Basak) এক অন্য গল্প। রাজভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চ পদস্থ আধিকারিক শান্তি দাস বসাক (Shanti Das Basak)। বৃহস্পতিবার রাত থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁর (Shanti Das Basak) স্বামীকে। আর তাই নিরুপায় হয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক তথা তাঁর স্ত্রী শান্তি বসাক (Shanti Das Basak) সোশ্যাল মিডিয়ায় দ্বারস্থ হন। পাশাপাশি তিনি (Shanti Das Basak) থানায় নিখোঁজ ডায়েরি করেন। অন্যদিকে, তিনি (Shanti Das Basak) তাঁর সাংবাদিক বন্ধুদের সাহায্য নেন। শুক্রবার সকাল থেকেই টানাপোড়েনর মধ্যে অবশেষে ‘বন্ধুদের চেষ্টা’য় মেলে পুলিশের (Shanti Das Basak) স্বামীর খোঁজ। ঘরে ফেরেন দীপাঞ্জন বসাক।
কী হয়েছিল? কেন হারিয়ে যান প্রাপ্ত বয়স্ক দীপাঞ্জন বসাক? পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হাওড়া যাচ্ছি বলে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই পরিবারের সঙ্গে দীপাঞ্জনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার রাতেও তিনি বাড়ি ফেরেন না। এরপরেই সক্রিয় হন রাজভবনের ওই পুলিশ আধিকারিক। তিনি হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেন। প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের জানান। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীর ছবি দিয়ে লেখেন, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’’ এই প্রসঙ্গে ওই পুলিশ কর্তা বলেন, ‘‘আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত কয়েক দিন ধরে যেন সব কিছুতেই ওর অনীহা ছিল। কিছুতেই সন্তুষ্ট হচ্ছিল না। মনখারাপ করে ছিল কোনও কারণে। প্রশাসনিক মহলে এই খবর জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। ও ফিরলে কাউন্সেলিং করানোর ভাবনাচিন্তা রয়েছে আমাদের।’’
টানা তিনঘণ্টার টানা পোড়েনের পর সন্ধান পাওয়া যায় দীপাঞ্জনের। কিন্তু কেন তিনি বাড়ি থেকে এভাবে উধাও হয়ে গিয়েছিলেন, সেই বিষয়ে শান্তি বসাক নামে ওই পুলিশ কর্তা সরাসরি কিছু বলতে অস্বীকার করেছেন। তিনি বলেন, এই বিষয়ে তাঁর স্বামীই বলতে পারবেন। দীপাঞ্জন বসাক আগে অভিনয় করতেন। তবে ২০২২ সাল থেকে তিনি অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন বলে জানা গিয়েছে।