শুক্লা রায়চৌধুরী,কলকাতা: যোগ্যতা যতই থাকুক সেখানে মেলে না প্রাপ্য সম্মান। অভিনয় দিয়ে মাত করলেও বলিউডের প্রথম সারির অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকদের ভিড়ে হারিয়ে যায় দক্ষ অভিনেতাদের অভিনয়। সদ্য এমনই এক উদাহরণ আবারও দেখা গেল বলিউডে। মহামারী করোনাভাইরাসের থেকেও ভয়ঙ্কর ভাইরাস নেপোটিজমের চক্করে চাপা পড়ে গেল অভিনয়ের প্রাপ্তি। এমনকি কাস্ট তালিকায় মিলল না প্রাপ্তি স্বীকার।
অন্যদিকে, ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেছিলেন সইফ আলি খান। মাত্র কিছু সময়ের জন্য দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সইফকে মূল চরিত্রের মতোই ক্রেডিট দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও প্রাপ্তি পেলেন না শাশ্বত ও স্বস্তিকা।
প্রসঙ্গত, ছবিতে কিজি বাসু অর্থাৎ সঞ্জনা সাঙ্ঘির বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁদের দক্ষ অভিনয় গুণে মাতিয়ে রেখেছে পুরো সিনেমা জুড়ে। প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।