ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের হদিশ,স্যানিটাইজ করা হল এলাকা

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ  ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। অরণ্য শহরের পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকার দুই বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একজন করোনা হাসপাতালে ও একজনকে সেফ হোমে রাখা হয়েছে। নতুন করে শহরে দু’জন আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই ঘটনার পরই এদিন দু’টি পরিবারের মোট ন’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য।
এদিন দুপুরে দমকলের কর্মীরা আক্রান্ত দু’জনের বাড়ি সংলগ্ন এলাকায় স্যানিটাইজ করা হয়।

আক্রান্তদের মধ্যে একজন মিষ্টি দোকানের মালিক। সেই দোকান সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়েছে। রবিবার থেকে পুরাতন ঝাড়গ্রাম এলাকারা দুই বটতলা মোড়, ডোমপাড়া সহ কিছু জায়গায় পুলিস পিকেট বসবে। এছাড়াও পাড়ায় পাড়ায় পুলিসি টহল চলবে।

কোথায় শিবির করা হবে তা সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক আয়েষা রানি এ। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুবর্ণ রায়, এডিপিও অনিন্দসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। জেলাশাসক হেঁটে হেঁটে পাতর পাড়া, খ্রীষ্টানপাড়া এলাকা পরিদর্শন করেন। পথচলতি মানুষজনকে মুখ মাস্ক পারর কথা বলেন।

Exit mobile version