SikkimLandslide : অবিরাম বৃষ্টিতে আবারও ধস, জনজীবন স্তব্ধ সিকিমে, বন্ধ জাতীয় সড়ক

কুশল দাসগুপ্ত,শিলিগুড়িঃ গোটা সিকিম জুড়ে বৃষ্টির কারনে একেবারেই থেমে গিয়েছে জনজীবন। সিকিমের উত্তরে আবার ধস নামায় বন্ধ সিকিমের জাতীয় সড়ক। সেই কারনে ভেতরে থাকা পর্যটকেরা বাইরে চলে আসতে পারছেন না। সিকিমের বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে আছে বেশ কয়েকদিন ধরেই। যার ফলে বুকিং থাকলেও আসতে পারছেন না পর্যটকেরা।

এর মধ্যে গতকাল থেকে আবার নতুন করে বৃষ্টির কারনে আবার ধস নেমেছে সিকিমে। তার সাথে থাকছে ঠান্ডা হাওয়া। যার ফলে তাপমাত্রা অনেকটাই কমে গেছে সিকিমে। আজ বিকেল থেকে সেনাবাহিনীর জওয়ানেরা উদ্বার করতে নামবেন সিকিমে আটকে থাকা পর্যটকদের। এই নিয়ে এই বছরে প্রায় বারোবার ধস নামল সিকিমে। প্রবল বৃষ্টির কারনে উত্তর সিকিমের বেশ কিছু এলাকায় পর্যটকদের হেলিকপ্টার করে তুলে আনা হয়েছে। বৃষ্টির কারনে অনেকটাই ব্যাহত উদ্বারকার্য।

বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা কন্ট্রোলা রুমে ফোন করছেন বলে খবর পাওয়া গেছে। যদিও খারাপ আবহাওয়ার কারনে সেনাবাহিনীর পক্ষেও তাদের উদ্বার করা একেবারেই কঠিন হয়ে পড়েছে। নতুনভাবে বুকিং করা বন্ধ করে দিতে সেনাবাহিনীর তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যটন দপ্তরগুলিকে।

আজ বিকেল থেকে আটকে যাওয়া পর্যটকদের উদ্বার করা হবে বলে মাইকিং করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। তবে সিকিমের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরো কয়েকদিন এই ধরনের আবহাওয়া থাকবে। তাই সেই পর্যন্ত সিকিমের পর্যটন কেন্দ্রগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন নতুনভাবে পর্যটকদের নাম নথিভুক্ত না করেন।

Exit mobile version