” শিল্পপতিরা পালিয়ে অন্য রাজ্যে যাচ্ছেন আর দুষ্কৃতকারীরা অন্য রাজ্য থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আসছেন” দিলীপ ঘোষ

 

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: “রাজ্য থেকে শিল্পপতিরা পালিয়ে অন্য রাজ্যে যাচ্ছেন আর দুষ্কৃতকারীরা অন্য রাজ্য থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আসছেন” এমনই মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ।

শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এইকথা বলেন তিনি। পাশাপাশি কুলতলিতে অস্ত্র কারখানার হদিস পাওয়া প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেছেন, অস্ত্র আর বোম-বন্দুক তৈরির ‘হাব’ হয়েছে পশ্চিমবঙ্গ। তিনি আরো বলেন, এই রাজ্যের পুলিশ এবং রাজনৈতিক দলগুলি কেউই চায় না তাদের আটকাতে তাই দুষ্কৃতিকারীরা নিরাপদ আশ্রয় পেয়েছে বলেই এই ধরনের ঘটনা রাজ্যে ক্রমাগত ঘটছে। রাজ্যে আরো এই ধরনের অস্ত্র কারখানা আছে তা খুঁজে বার করার দরকার আছে বলেও তিনি মন্তব্য করেছেন।

Exit mobile version