আইপিএল ২০২৫-এর জন্য কলকাতা নাইট রাইডার্স ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছে। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখা যায়নি। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার আইপিএল-এ শ্রেয়াসের ভবিষ্যত নিয়ে মন্তব্য করেছেন। গাভাস্কার ব্যাখ্যা করেন, কোন দল তাঁকে কিনতে পারে। গাভাস্কার বলেছেন, কেকেআর-এর উচিত শ্রেয়াসকে নিলামে (IPL Auction) তোলা। যদি তা না হয়, দিল্লি ক্যাপিটালস কিনতে পারে।
আইপিএল ২০২৫ মেগা নিলাম (IPL Auction) ২৪ এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাভাস্কার শ্রেয়াসকে নিয়ে বলেছেন, “গত মরশুমে কেকেআর যখন শিরোপা জিতেছিল তখন অধিনায়ক ছিলেন শ্রেয়স আইয়ার। আমার মনে হয়, নিলামে আসার পর শ্রেয়স আইয়ারকে নিলামে তুলতে পারে কেকেআর। যদি কেকেআর তা না করে, তাহলে দিল্লি ক্যাপিটালস বিড করতে পারে। দিল্লির একজন ক্যাপ্টেন দরকার। ঋষভ পন্থ যদি দলে না থাকেন, তাহলে তাঁরা আইয়ারকে কেনার চেষ্টা করবেন।”
শ্রেয়াস এখনও পর্যন্ত ১১৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৩১২৭ রান করেছেন। আইপিএলে ২১টি অর্ধ-শতরান করেছেন শ্রেয়াস। তাঁর সর্বোচ্চ স্কোর ৯৬। টুর্নামেন্টে তিনি ২৭১টি চার ও ১১৩টি ছয় মারেন। ভারতের হয়ে ৫১টি টি২০ ম্যাচ খেলেছেন তিনি। ১১০৪ রান করেছেন। আন্তর্জাতিক টি২০ ম্যাচে তিনি করেছেন ৮টি অর্ধশতরান।
আইপিএল ২০২৫-এর আগে (IPL Auction) কলকাতা নাইট রাইডার্স ছয়জন খেলোয়াড়কে ধরে রেখেছে। দলটি ১৩ কোটি টাকায় রিঙ্কু সিংকে ধরে রেখেছে। বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন প্রত্যেককে ১২ কোটি টাকায় রাখা হয়েছে। আন্দ্রে রাসেলকেও ১২ কোটি টাকায় রাখা হয়েছে। হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় রাখা হয়েছে।