Jasprit Bumrah: নিজেকে সুস্থ করে তুলতে ব্যস্ত বুমরা! ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়

চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ভারতের পেস সুপারস্টার জসপ্রিত বুমরা (Jasprit Bumrah)। অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনি পিঠে চোট পেয়েছিলেন। অনেক চেষ্টার পরও তাকে ফিট করে তোলা যায়নি। শেষ পর্যন্ত বুমরাকে ছাড়াই চুড়ান্ত দল ঘোষণা করেছে বিসিসিআই।

বুমরা এখন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। চ্যাম্পিয়নস ট্রফির চুড়ান্ত দল ঘোষণার পর বুমরা (Jasprit Bumrah) সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করেছেন, যাতে তাকে ধুসর রঙের টি-শার্ট ও জ্যাকেট, কালো প্যান্ট এবং খয়েরি রঙের টুপি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। ক্যাপশনে লিখেছেন ‘রিবিল্ডিং’। নতুন করে নিজেকে গড়ে তোলার বার্তাই দিয়েছেন বুমরা।

বিসিসআইয়ের পক্ষ থেকে এনসিএর তিন বিশেষজ্ঞকে বুমরাকে সুস্থ করার দায়িত্ব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেন, ‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাকে (Jasprit Bumrah) রিহ্যাব করাচ্ছেন। চিকিৎসক নিতিন প্যাটেল সার্বিক বিষয়গুলো খেয়াল রাখছেন।’

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহীতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ভারত।

Exit mobile version