নিজস্ব প্রতিনিধি, আরামবাগঃ দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসের দিনই রাজনৈতিক সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটল বাংলায়।হুগলী জেলার খানাকুলে খুন হলেন সুদর্শন প্রামাণিক নামে বছর চল্লিশের এক বিজেপি কর্মী।ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।বিজেপির অভিযোগ, তৃণমূলের লোকজনই পিটিয়ে মেরেছে তাঁদের কর্মীকে। অন্যদিকে দিকে তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
এরপর ওই বিজেপি নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকা জুড়ে।বিজেপি নেতার মৃত দেহ নিয়ে রাস্তায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। খবর পেয়ে ছুটে আসেন বিজেপির রাজ্য নেতা তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ বেশ কিছু বিজেপির রাজ্য ও স্থানিয় নেতৃত্ব।
পাল্টা তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, “এই খুনের ঘটনা একেবারেই বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।” তিনি আরও বলেন, “পুলিশ এই ঘটনার তদন্ত করছে। শিগগিরই সত্য উদ্ঘাটন হবে।”
Sudarshan Pramanik, booth worker from Arambagh was brutally murdered while flag hoisting on Independence Day. Suspects are from the ruling party who are on a killing spree even on the Independence Day. We must take a pledge for a #MamataMuktoBengal today. pic.twitter.com/zSPvilpUwg
— BJP West Bengal (@BJP4Bengal) August 15, 2020
Sudarshan Pramanik, booth worker from Arambagh was brutally murdered while flag hoisting on Independence Day. Suspects are from the ruling party who are on a killing spree even on the Independence Day. We must take a pledge for a #MamataMuktoBengal today. pic.twitter.com/zSPvilpUwg
— BJP West Bengal (@BJP4Bengal) August 15, 2020
পশ্চিমবঙ্গ বিজেপি–র টুইটার হ্যান্ডেল থেকে এ ঘটনার নিন্দা করে টুইটও করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে খানাকুল থানার পুলিশ। এলাকায় উত্তেজনা রয়েছে।