Cpm-Congress joint Rally:বরাহনগরে সিপিএম কংগ্রেসের যৌথ মিছিলে উপস্থিত কৌস্তভ বাগচী

 

 

পল্লব হাজরা, বরাহনগর: রবিবার বিকেলে সিপিএম কংগ্রেসের যৌথ মিছিলে পা মেলান কংগ্রেস মুখপাত্র আইনজীবী কৌস্তভ বাগচী। মিছিল পূর্ব নির্ধারিত হলেও কৌস্তভ বাগচী আসার কথা আগে থেকে স্পষ্ট ছিল না কর্মীদের মধ্যে । মিছিলের শুরুতেই হঠাৎ কৌস্তভের উপস্থিতি-তে কর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যায়। পাশাপাশি মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য।

 

রান্নার গ্যাসে বর্ধিত মূল্য প্রত্যাহার, নওশাদ সিদ্দিকীর ৪১ দিন জেলযাপন, সাগরদিঘির উপ নির্বাচনে জোট প্রার্থীর জয়ের পরিপ্রেক্ষিতে এই মিছিল।

প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য বলেন সাগরদিঘিতে জোট প্রার্থী জয়ের পরিপ্রেক্ষিতে জয়ের দিন যেমন অঞ্চল ভিত্তিক মিছিল হয়েছিল। ঠিক তেমন কেন্দ্রীয় ভাবে আজ বরাহনগরে বাম কংগ্রেস উভয় উদ্যোগে আজকের মিছিল। মিছিল ছিল পূর্বনির্ধারিত তবে কৌস্তভের উপস্থিতি যা অতিরিক্ত পাওনা।

 

বরাহনগর টবিন রোড থেকে শুরু হয়ে গোপাল লাল ঠাকুর রোড ধরে মিছিল শেষে হয় ডানলপ মোড়ে। মিছিলে লাল সুবজ আবিরে মেতে ওঠেন বাম কংগ্রেস কর্মীরা। বাম কংগ্রেসের যৌথ মিছিলে কর্মীদের উৎসাহ ছিল লক্ষ্যনীয়।

Exit mobile version