বন্ধ কাঁকিনাড়ার খাদিম জুতো কারখানা, বিক্ষোভ শ্রমিকদের

 সৌভিক সরকার, ব্যারাকপুর:  অন্যান্য দিনের মত আজ সকালে কাজে এসে কারখানার গেট বন্ধ দেখে উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া পানপুরে খাদিম জুতো কারখানার শ্রমিকরা। পূর্ব পরিকল্পিত কোনওরকম নোটিশ ছাড়াই গেটে তালা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই শ্রমিকরা।

বেতন বৃদ্ধির দাবি তুলে তারা দীর্ঘক্ষণ কারখানা গেটে বিক্ষোভ দেখান। ওই কারখানায় শ্রমিক সংখ্যা ১২০০। তবে সকলেই ঠিকাদারের অধীনে কাজ করেন।কারখানার শ্রমিকদের অভিযোগ , তাদের খুব কম বেতনে অধিক কাজ করানো হয়। প্রতিবাদ করলেই কাজ ছেড়ে দিয়ে চলে যেতে বলা হয়। লকডাউনের সময় কারখানা বন্ধ থাকাকালীন বকেয়া বেতনও দেয়নি মালিক কতৃপক্ষ। পুজোর মুখে কারখানা যদি বন্ধ থাকে তাহলে তাদের চরম আর্থিক সংকটে পড়তে হবে।

প্রসেনজিৎ পাল নামে এক শ্রমিক বলেন, “আমরা বিগত তিন বছর ধরে ঠিকমত মাইনে পাচ্ছিনা, আমাদের কন্ট্রাকটররা পুরো টাকা খেয়ে নিচ্ছে।আমাদের বছরে যে বারোটা ন্যাশনাল হলিডেতে ছুটি থাকে সেই ছুটির পয়সাও কন্ট্রাকটররা খেয়ে নিচ্ছে।”

তিনি আরও বলেন,  “গত দু – তিন মাস ধরে যে লকডাউন এ ফ্যাক্টরি বন্ধ ছিল, আমরা শুনেছি সেই সময় মালিক টাকা পাঠিয়েছে ৪ লাখ টাকা করে অথচ আমরা সেই একটা টাকাও পাইনি। কন্ট্রাকটর ও ম্যানেজমেন্টের লোক মিলে সেই টাকা আত্মসাৎ করেছে। আজ সকালে আমরা কাজ করতে এসেছি, এসে দেখছি ফ্যাক্টরির গেট বন্ধ করে রেখে দিয়েছে ।সেই জন্য আমরা আন্দোলন বিক্ষোভ করছি এবং আমরা জয়েন্ট পিটিশন করছি সেটা আর কিছুক্ষণ বাদেই জগদ্দল থানায় গিয়ে মার্জ পিটিশন জমা দিয়ে আসব।”

তবে দাবি-দাওয়া পূরণ না হলে, বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকেরা।

Exit mobile version