22 C
New York
Tuesday, February 11, 2025
HomeবাংলাদেশKolkata - Dhaka Bus Service: দীর্ঘ ২ বছর পর ১ জুন থেকে...

Kolkata – Dhaka Bus Service: দীর্ঘ ২ বছর পর ১ জুন থেকে শুরু হচ্ছে কলকাতা-ঢাকা-আগরতলা বাস চলাচল

Published on

- Ad1-
- Ad2 -

আবু আলী,ঢাকা: দীর্ঘ ২ বছর ৩ মাস পর ফের ঢাকা-কলকাতা বাস সার্ভিস চালু হচ্ছে। আগামী ১ জুন থেকে বাস পরিষেবা চালু হবে। করোনার কারণে কলকাতা-ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাস পরিষেবা বন্ধ চিল। এখন করোনার সংক্রমণ কমে যাওয়ায় নতুন করে শুরু হচ্ছে কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস পরিষেবা। আগামী ১ জুন বুধবার সকালে কলকাতার সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই যাত্রীবাহী বাস চলাচল। প্রসঙ্গত, দুই বছর আগে ২০২০ সালের ১২ মার্চ থেকে করোনার কারণে বন্ধ হয়ে গিয়েছিল এই বাস পরিষেবা।

শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’র কর্ণধার অবনী কুমার ঘোষ বলেছেন, ‘আমরা আবার কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পেয়েছি। আমরা চাইছি শ্যামলীর এই বাস পরিষেবা আবার চালু করতে; এই লক্ষ্যে আমরা যথাযথ উদ্যোগও নিয়েছি। আমরা কলকাতার সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালকে নতুন করে সাজিয়ে তুলছি।’

নতুন করে এই পরিষেবা চালু করা হলেও বাসভাড়া আগে যা ছিল, তা–ই থাকবে। অর্থাৎ কলকাতা ঢাকার বাসভাড়া থাকছে সেই ১ হাজার ৪০০ রুপিতেই। প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে। আবার ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার ছাড়বে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে।

আর ১ জুন আরও চালু হচ্ছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও। এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায়। আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চায়টায়। কলকাতা-আগরতলার ভাড়াও বাড়ানো হয়নি। আগের মতো ১ হাজার ৮০০ রুপিই থাকছে।

তবে কলকাতা থেকে বাকি তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এ পথে বাস চালাবে বাংলাদেশের বিআরটিসি। উভয় পরিবহন সংস্থা রোববার বন্ধ রাখবে এই বাস পরিষেবা।

অবনী ঘোষ আরও বলেছেন, একই সঙ্গে তাঁরা সপ্তাহের তিন দিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চালাবে। ১৯৯৯ সালের ১৯ জুন কলকাতা-ঢাকার মধ্যে প্রথম শুরু হয়েছিল যাত্রীবাহী বাস চলাচল। আর আগরতলা-কলকাতার মধ্যে বাস চলাচল শুরু হয় ৬ জুন ২০১৫ থেকে।

এদিকে ২৯ মে থেকে কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনও আবার চালু হচ্ছে । এদিন কলকাতা খুলনার মধ্যেও চালু হচ্ছে বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও। আর পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ১ জুন প্রথম চালু করা হচ্ছে যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস । করোনার মধ্যে গত বছর মার্চে এই ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এটা আর চলেনি। এবার ১ জুন থেকে নিয়মিত চলবে মিতালি এক্সপ্রেস।

Latest articles

Mamata Banerjee: ‘বারবার ক্ষমা পাবে না’, বিধায়কদের কড়া হুঁশিয়ারি মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি দলের বিধায়কদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বিতর্কিত মন্তব্যকারী...

Supreme Court: পুনরায় পাস হওয়া বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, রাজ্যপালের নীরবতায় বিতর্ক

তামিলনাড়ুর রাজ্যপালের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court) অনুষ্ঠিত হয়েছে। শুনানির...

Illegally Traveling to America: অবৈধভাবে আমেরিকা যাত্রায় খরচ ৫০ লক্ষ টাকা, ঝুঁকিপূর্ণ যাত্রা ২০ দিনের

অবৈধভাবে আমেরিকা (Illegally Traveling to America)  যাওয়ার জন্য অনেক মানুষ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে,...

MBBS Course: এমবিবিএস কোর্সে ভর্তি নিয়ে সুপ্রিম কোর্টে প্রতিবন্ধী ছাত্রের আবেদন; শুনানি শীঘ্রই

বিহারের একটি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে (MBBS Course) ভর্তি হওয়া শারীরিকভাবে প্রতিবন্ধী এক...

More like this

India-Bangladesh border: ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করল বিএসএফ

শনিবার মালদা জেলা বরাবর বাংলাদেশের সুখদেবপুর সীমান্তে (India-Bangladesh border) কিছু লোক বাংলাদেশ সীমান্ত অতিক্রম...

Bangladesh Politics: হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ, বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার

বাংলাদেশের (Bangladesh Politics) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিসা দিয়েছে ভারত। তিনি ২০২৩ সালের আগস্ট...

Sheikh Hasina: শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ, দিল্লিকে কূটনৈতিক নোট পাঠাল ঢাকা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Haseena) প্রত্যর্পণের আবেদন জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের...