আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাবা-মা ধর্ষক ও খুনের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়ের প্রতি স্নেহশীল হয়ে উঠছেন বলে মন্তব্য করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি (Kunal Ghosh)কটাক্ষ করে বলেন, ভবিষ্যতে হয়তো তাঁরা প্রেসিডেন্সি জেলে বন্দি সঞ্জয়ের জন্য কম্বল, কমলালেবু ও আপেল পাঠাবেন। কুণালের (Kunal Ghosh)বক্তব্য, তাঁদের এই আচরণের পেছনে গভীর রহস্য রয়েছে।
তিনি আরও দাবি করেন যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা’কে অসম্মান করছেন না। কিন্তু তাঁরা এখন রাজনৈতিক মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলে দাবি করেন কুণাল। তাঁর কথায়, ‘আমি খুব স্পষ্টভাবে বলছি, আমি অভয়ার (নির্যাতিতা চিকিৎসক) বাবা-মা’কে শ্রদ্ধা করি। তাঁর প্রতি পূর্ণ সহমর্মিতা আছে। কিন্তু তাঁরা যদি এভাবে ঘনঘন (বয়ান) পালটাতে থাকেন, (তাহলে আমাদের মুখ খুলতে হবে)।’
তিনি আরও অভিযোগ করেন, নির্যাতিতার বাবা-মায়ের আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। তাঁদের বক্তব্য যেন বামপন্থী ও বিজেপির শেখানো কথা হয়ে উঠছে। তিনি বলেন, তাঁদের কষ্ট এবং ক্ষোভ স্বাভাবিক, কিন্তু কোন বাবা-মা ধর্ষক ও খুনির ফাঁসি চাইবেন না?
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে এখনই সঞ্জয়ের ফাঁসি চায়নি পরিবার। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে সিবিআই ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের দাবি, বিরল থেকে বিরলতম অপরাধ করেছে। তাই তার ফাঁসি হওয়া উচিত। যদিও পরিবারের তরফে এখনই সঞ্জয়ের ফাঁসি চাওয়া হয়নি। আর সেই বিষয়টি তুলে ধরে পরিবারকে আক্রমণ শানিয়েছেন কুণাল।
সম্প্রতি নির্যাতিতার বাবা মন্তব্য করেছিলেন যে তাঁর মেয়ের মৃত্যুর সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর পদত্যাগ দাবি করেছিলেন তিনি। এরপর থেকেই তৃণমূল নেতারা পরিবারের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেছেন। কুণাল ঘোষের পাশাপাশি ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়ও নির্যাতিতার পরিবারের সমালোচনায় মুখর হয়েছেন।