তিলোত্তমার মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকস্তব্ধ বাবা-মাকে এবার তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ সরাসরি নিশানা করলেন (RG Kar)। তাঁদের বিরুদ্ধে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে ওঠার অভিযোগ তোলেন কুণাল (RG Kar)। এমনকি, তিলোত্তমার বাবা-মা কিছু গোপন করছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি (RG Kar)।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, শিয়ালদহ আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করবে রাজ্য। সেই সিদ্ধান্তের সমালোচনা করে তিলোত্তমার বাবা মন্তব্য করেছিলেন, “এত সক্রিয়তাই বা কেন? রায়ের কপি পড়ার আগেই মামলা করা হল!” তিনি আরও বলেন, “মুখ্যমন্ত্রী সবসময় গেম খেলছেন, এটাও একটা ভোট গেম।”
এই মন্তব্যের পরেই কুণাল ঘোষ ক্ষোভপ্রকাশ করে বলেন, “তিলোত্তমার বাবা-মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। তাঁদের প্রতি সহমর্মিতা থাকলেও তাঁরা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। এমনকি চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠেছেন।”
কুণালের বক্তব্য, “মেয়ের মৃত্যুতে বাবা-মার শোকতপ্ত হওয়াই স্বাভাবিক। কিন্তু তাঁদের আচরণ সন্দেহজনক। প্রথম দিন থেকেই তাঁরা স্নায়ু ধরে রেখে সাংবাদিকদের সামনে একেকবার একেকরকম বক্তব্য দিচ্ছেন। কখনও সিবিআই চাওয়ার দাবি করছেন, কখনও তা অস্বীকার করছেন। বাড়িতে সব ঠিক ছিল কি না, সেটা তদন্ত হওয়া উচিত।”
তিলোত্তমার বাবা-মাকে কুণালের পরামর্শ, “আপনাদের মন্ত্রণাদাতারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আপনাদের ব্যবহার করছেন। দয়া করে চক্রান্তকারীদের ফাঁদে পা দেবেন না। মুখ্যমন্ত্রীর সম্পর্কে এমন মন্তব্য বন্ধ করুন। তদন্তে সহযোগিতা করুন, যাতে সত্য উদঘাটন হয়।”
কুণালের বক্তব্যের পর তিলোত্তমার বাবা-মায়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। সঞ্জয়ের ফাঁসি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। তাই নিয়ে এতিমধ্যে বিরোধীদের সমালোচনের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। বিরোধীরাও প্রশ্ন তুলেছেন, রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসি নিয়ে এত সক্রিয় করে। অন্যদিকে, চিকিৎসকরা দাবি করেছেন, সঞ্জয় শুধু একা দোষী নয়। সঞ্জয়ের সঙ্গে আরও অনেকে রয়েছে। অন্যদিকে, নির্যাতিতার মৃতদেহ দাহ নিয়ে রাজ্য সরকার সক্রিয়তা নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে।