Homeরাজ্যের খবরKunal Ghosh: পুজো কার্নিভালের পর এবার বিজয়া সম্মেলনী! ভিডিও বার্তায় কী বললেন...

Kunal Ghosh: পুজো কার্নিভালের পর এবার বিজয়া সম্মেলনী! ভিডিও বার্তায় কী বললেন কুণাল ঘোষ

Published on

মঙ্গলবার সারা সকাল জুড়ে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। লড়াই চলছিল কার্নিভাল ভার্সেস কার্নিভাল। উৎসবের কার্নিভাল এর বিরুদ্ধে যেন দাঁড়িয়েছে দ্রোহের কার্নিভাল। পুলিশ দ্রোহের কার্নিভাল বন্ধ করার জন্য একাধিক চেষ্টা করেছিল। (Kunal Ghosh) কিন্তু হাইকোর্টের নির্দেশে পালিত হয় দ্রোহের কার্নিভাল। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কার্নিভালের পর বিজয়া সম্মেলনীর ডাক দেন। (Kunal Ghosh)

 

প্রতি বছরের মতো এ বছরও দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোডে প্রায় ৯০টি পুজো কমিটি সেই কার্নিভালে অংশ নিয়েছে। আর এবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনীর ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় কুণাল ঘোষ বলেন,  “এই মরশুমের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজয়া সম্মলনীতে নেমে পড়বেন। নিবিড় জনসংযোগ করবেন। পাশাপাশি রাজ্য সরকারের ভাল কাজগুলি আর একবার জনগণকে মনে করিয়ে দেওয়া। কারও কোনও প্রস্তাব থাকলে তা গ্রহণ করে নেওয়া। বিরোধীরা যে কুৎসার চক্রান্ত করছে সেগুলিকে ব্যর্থ করতে জনসাধারণকে বাম জমনার অবস্থা ও বিজেপি যে রাজ্যে রয়েছে সেখানকার অবস্থা বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরবেন।”

 

মঙ্গলবার একদিকে যখন পুজো কার্নিভাল হচ্ছিল। অন্যদিকে, তখন দ্রোহের কার্নিভাল হচ্ছিল। অসংখ্য সাধারণ মানুষ দ্রোহের কার্নিভালে যোগ দেন। এই দ্রোহের কার্নিভালে সাধারণ মানুষের পাশাপাশি হাজির হয়েছিলেন শিল্পী মহলের একাংশ। হাজির হয়েছিলেন অপর্না সেন, দেবলীনা দত্ত, ঊষশী চক্রবর্তী প্রমুখরা।

দিয়েছেন। দ্রোহের কার্নিভাল নিয়ে চিকিৎসকরা বলেন, এখন আনন্দ করার সময় নয়। সেই কারণে পুজো কার্নিভালকে আমরা বাতিল করছি। আমরা দ্রোহের কার্নিভাল ডেকেছি। এই কার্নিভাল বিদ্রোহের কার্নিভাল। রাগের কার্নিভাল। এই কার্নিভাল সাধারণ মানুষের। এই কার্নিভালে সাধারণ মানুষ, চিকিৎসকদের। এক চিকিৎসক জানান, তাঁদের পুজো মণ্ডপে সনাতন দিন্দা এসেছিলেন। শিল্পী সনাতন দিন্দা সেখানে এসে বর্তমান পরিস্থিতির ওপর একটি ছবি এঁকেছিলেন। সেই ছবিকে নিলামে কেনেন চিকিৎসক। তিনি জুনিয়র চিকিৎসকদের সেই ছবি উপহার দেন। তিনি বলেন, আমি চাই এই ছবি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে থাকুক। পাশাপাশি তিনি বলেন, সনাতন দিন্দা অভিযোগ করেছিলেন, তিনি হুমকির শিকার হচ্ছেন।

অন্যদিকে, সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আরজি কর কাণ্ডের শুনানি হয়। পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর ধার্য করা হয়েছে। এদিন সুপ্রিম কোর্টে সিভিক ভলেন্টিয়ার নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়।

 

Latest News

Suvendu Adhikari: মমতার হাত থেকে মুক্তি দাও মা… জগদ্ধাত্রী পুজোয় একী প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারী

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমন প্রার্থনা করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) যে সবাই...

Weather Update: রবিবারেই তৈরি হবে নিম্নচাপ! জগদ্ধাত্রী পুজোয় ভাসতে পারে বাংলা

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে (Weather Update)। সেটাই রবিবারের মধ্যে নিম্নচাপে (Weather...

Kanchanjunga Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসের দুর্ঘটনার তদন্তে নয়া মোড়! ক্লিনচিট মালগাড়ির চালককে

কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসের দুর্ঘটনার (Kanchanjunga Accident) পরেই গাড়ির চালকদের ওপর দোষ চাপানো হয়েছিল। কমিশন অফ...

Doctor Death: চেম্বারে ঝুলছে দেহ, সামনে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত! ফের রাজ্যে চিকিৎসকের রহস্যমৃত্যু

ঝাড়গ্রামের পর এবার আসানসোলে চিকিৎসকের রহস্যমৃত্যু (Doctor Death)। হোমিওপ্যাথি চিকিৎসকের চেম্বার থেকেই তাঁর নিথর...

More like this

Suvendu Adhikari: মমতার হাত থেকে মুক্তি দাও মা… জগদ্ধাত্রী পুজোয় একী প্রার্থনা করলেন শুভেন্দু অধিকারী

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে এমন প্রার্থনা করলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) যে সবাই...

Weather Update: রবিবারেই তৈরি হবে নিম্নচাপ! জগদ্ধাত্রী পুজোয় ভাসতে পারে বাংলা

দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে (Weather Update)। সেটাই রবিবারের মধ্যে নিম্নচাপে (Weather...

Kanchanjunga Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসের দুর্ঘটনার তদন্তে নয়া মোড়! ক্লিনচিট মালগাড়ির চালককে

কাঞ্চনজঙ্ঘা এক্সেপ্রেসের দুর্ঘটনার (Kanchanjunga Accident) পরেই গাড়ির চালকদের ওপর দোষ চাপানো হয়েছিল। কমিশন অফ...