লকডাউন চলাকালীন চায়ের দোকান খোলায় গ্রেপ্তার

চায়ের দোকানদারকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত থানায়।

সৌভিক সরকার, ব্যারাকপুরঃ করোনা সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। তার মধ্যে চায়ের দোকান খোলায় গ্রেপ্তার ছয়জন দোকানদার। শুক্রবার সকাল থেকেই বারাসাত থানার পুলিশ বারাসাত শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গেঞ্জিমিল, হাসপাতাল চত্ত্বর, কোট চত্ত্বর সহ বিভিন্ন জায়গা থেকে চা ব্যবসায়ীদের গ্রেপ্তার করে। কেন্দ্রীয় সরকারের পক্ষথেকে এই রাজ্যের চারটি জেলাকে হটস্পট বা রেডজোন ঘোষনা করেছে সম্প্রতি। তার মধ্যে উত্তর ২৪ পরগনাও রয়েছে। অথচ এক শ্রেনীর মানুষ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অকারনে রাস্তায় বের হচ্ছে, চায়ের দোকানে ভীড় জমাচ্ছে। বাববার অনুরোধ করা সত্ত্বেও তাদের কোন হুস না ফেরায় পুলিশ আবার শক্ত হাতে রাশ ধতে চাইছে। ইতিমধ্যেই বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরির জন্য পুলিশ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করেছিল। এদিন লকডাউনের মধ্যে চায়ের দোকান খোলার জন্য ছয়জন চা ব্যবসায়ীকেও গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বারাসাতবাসী।।

Google news