ব্যাংক আকাউন্ট থেকে ১৬লক্ষ্য টাকা উধাও! বিপাকে প্রাক্তন ফুটবল তারকা সুব্রত ভট্টাচার্য

 

 

খবর এইসময় ডেস্কঃ রাতারাতি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। প্রতারণার শিকার হলেন প্রাক্তন ফুলবল খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য। কয়েকদিন আগে মোবাইলে ব্যাংক থেকে টাকা তোলার মেসেজ দেখে রীতিমতো চোখ কপালে ওঠে দীর্ঘদিন সবুজ মেরুন জার্সিতে খেলা প্রাক্তন ফুটবলারের। ঘটনায় সরাসরি পার্ক স্ট্রিটে একটি বেসরকারি ব্যাংকে গিয়ে দেখেন ১৬ লক্ষ্য টাকা উধাও। পরবর্তীতে ওই বেসরকারি ব্যাংকের নির্দেশে লিখিত অভিযোগ জানানো হয় পার্কস্ট্রিট ও গল্ফগ্রিন থানায়।

 

 

একটি বিবৃতিতে সুব্রত জানান, ঘটনাটি সম্ভবত অনলাইন প্রতারকের দ্বারাই ঘটেছে। তবে টাকার পরিমান ১৬ লক্ষ যা নেহাত কম নয়। এখনো পর্যন্ত টাকার কোন খোঁজ নেই।

 

 

জমানো পুঁজির থেকে ১৬ লক্ষ্য টাকা উধাও হয়ে যাওয়া যথেষ্ট হতাশ মোহনবাগানের ঘরের ছেলে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।