Massive Fire in Garia: গড়িয়ায় কাঠের গুদামে আগুন! আগুন নেভাতে দমকলের ১৫টি ইঞ্জিন

খবর এইএময় ডেস্কঃ মঙ্গলবার সকাল ১০টায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত কাঠের গুদাম। ঘটনাটি ঘটেছে গড়িয়ার ব্রহ্মপুর অঞ্চলে। কালো ধোঁয়ায় ঢাকে গোটা চত্বর। আগুনের তাপে আশেপাশে থাকা আবাসন গুলির কাঁচের জানলা ভেঙে পড়তে থাকে। স্থানীয় সূত্রে জানা যায় ভস্মীভূত কাঠের গুদামের মালিক উমেশ শর্মা। কেউ কেউ আবার দাবি করে বিনা লাইসেন্সে তৈরি হয়েছে গুদামটি। প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় গুদামে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিভাতে ঝাঁপিয়ে পড়ে।

ঘটনায় খবর যায় দমকলে। প্রথমে ৫ টি পরে আগুনের গতিপ্রকৃতি দেখে ১৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। রাস্তার পরিসর কম হওয়ায় দমকল আসতে বেশ বেগ পেতে হয় ।দমকলের দেরির জন্য স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। যার জেরে স্থানীয় কাউন্সিলরকে ঘিরে চলে বিক্ষোভ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিধায়ক অরূপ বিশ্বাস সহ দমকল মন্ত্রী সুজিত বসু। ক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করেন বিধায়ক অরূপ বিশ্বাস। কার কি অভিযোগ সেটা পরে খতিয়ে দেখা হবে । আগুন নিভাতে ঝাঁপিয়ে পরা যুবকদের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বেশ কয়েক ঘন্টা যুদ্ধ করার পর অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।