হু-এর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করল আমেরিকা

খবর এইসময়, নিউজ ডেস্কঃ বিরোধ ছিল বেশ কিছুদিন ধরেই। করোনা মোকাবিলার ক্ষেত্রে বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই প্রশ্ন প্রথম থেকেই তুলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার হু-এর সঙ্গে পুরোপুরি সব সম্পর্ক ছিন্ন করতে চলেছে আমেরিকা।

পূর্বে, হু-কে দেওয়া অনুদান বন্ধ করে দিয়েছিল আমেরিকা। এবার সব সম্পর্ক বন্ধ করতে চলেছে মার্কিন মুলুক। রাষ্ট্রসংঘের সচিবকে এই মর্মে চিঠি দিল হোয়াইট হাউস।

আমেরিকার অভিযোগ, “হু বারবার চিনের পক্ষপাতিত্ব করে এসেছে। করোনা মোকাবিলার ক্ষেত্রে ব্যর্থ হু। এছাড়াও এই বিষয়ে চিনের সমর্থন করেছে হু। তাই এই সিদ্ধান্ত।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা নিয়ে বারবার প্ৰশ্ন তুলেছে আমেরিকা। সেই কারণে অনুদানের অর্থও বন্ধ করে দিয়েছে আমেরিকা। হু-কে কোনো রকম সাহায্য না করার কথাও জানিয়েছিল আমেরিকা। এবার সেই কথা মতোই সিদ্ধান্ত নিল হোয়াইট হাউস।

অনুদান বন্ধ করে দেওয়ায় এমনিতেই বিপাকে পড়েছে হু। বিশ্বের বিভিন্ন শারীরিক বা মানসিক সমস্যা নিয়ে ভুক্তভোগীদের নিয়ে কাজ করে হু। এই কাজের ক্ষেত্রে প্ৰয়োজন বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। আমেরিকার অনুদান বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Google news