Ambani Marriage: শুক্রবার বসতে চলেছে বিলাসবহুল বিয়ের আসর। আসবেন হেভিওয়েটরা, থাকছে চমক

নানা রঙের ফুল। ঝলমলে আলো। ইতিমধ্যেই সেজে উঠেছে অনন্ত-রাধিকার ছাদনাতলায়। প্রায় এক বছর ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের পরে শুক্রবার অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। সঙ্গীত, হলদি অনুষ্ঠানের পর এদিন জমজমাট অনুষ্ঠানে রাধিকা মার্চেন্টের গলায় মালা দেবেন অনন্ত।

বিয়ের হলদিতে আবু জানি সন্দীপ খোসলার পোশাকে সেজেছিলেন অনন্ত। একটি হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা পরেছিলেন অনন্ত। আর তার ওপরে পরেছিলেন একটি হাফ হাতা কোট। এই গোটা কোটে ফুটিয়ে তোলা হয়েছিল বিভিন্ন পশুর অবয়ব। অনেকেই হয়তো জানেন না, অনন্ত অম্বানি পশুপ্রেমী। বন্যপ্রাণকে রক্ষা করার বার্তা তিনি দিয়ে থাকেন সবসময়। তাঁর হলদির পোশাকে এভাবে পশুদের আকৃতি ফুটিয়ে তোলা ছিল তাঁরই পরিকল্পনা। এর মাধ্যমে বন্যপ্রাণ সংরক্ষণ, বন্যপ্রাণীরাই যে বনের সৌন্দর্য্য সেই বার্তাই দিতে চেয়েছিলেন অনন্ত। জামনগরে অনন্তের একাধিক ভেঞ্চার্স-ও রয়েছে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য সেই সমস্ত বার্তাই এই বিশেষ ধরণের জ্যাকেট পরে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন অনন্ত।

দেশের ধনীতম ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মুম্বইয়ে বসছে চাঁদের হাট। অতিথি তালিকায় রয়েছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুদিনের জন্য মুম্বই গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বৃহস্পতিবার সন্ধেবেলা মুম্বই পৌঁছেই তিনি সবার আগে দেখা করেন আহ্বায়ক, শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) সঙ্গে। যাঁর আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন তিনি, সেই আম্বানির হাতে ফুলের স্তবক দিয়ে তাঁকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রিলায়েন্স কর্তা।

এছাড়াও হাজির থাকবেন মুম্বইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুরা। এছাড়াও বিদেশি রাজনৈতিক নেতাদের মধ্যে থাকছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন-সহ অনেকেই।

Google news