Messi Jersey: “এটা পরলে সেরাটাই দিতে হবে”, মেসির ১০ নম্বর গায়ে চড়িয়ে গোলে ফিরলেন দিবালা

লিওনেল মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি (Messi Jersey) কার গায়ে উঠতে পারে, সেটা নিয়ে একটা আলোচনা ছিল। চিলি ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেটা প্রকাশ করেননি লিওনেল স্কালোনি। অবশেষে ম্যাচ শুরু হতে দেখা গেল মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি উঠেছে দেড় বছর পর জাতীয় দলে ফেরা পাওলো দিবালার গায়ে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বদলি হিসেবে ৭৯ মিনিটে মাঠে নেমে গোলও করেছেন দিবালা।

এএস রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার আগে ২১ নম্বর জার্সি পরেছেন। কিন্তু মেসির ১০ নম্বর (Messi Jersey) পরেই যেন নিজের ভাগ্য ফেরালেন। চিলির বিরুদ্ধে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে ৯১ মিনিটে শেষ গোলটি করেন দিবালা।

Messi and Dybala can play together', insists Argentina coach Scaloni — All Football App

অথচ গত জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলে সবচেয়ে বড় বিস্ময় ছিল পাওলো দিবালার অনুপস্থিতি। তখন ফুটবলীয় কারণে দিবালাকে স্কোয়াডে রাখতে না পারার যুক্তি দেখিয়েছিলেন কোচ স্কালোনি।

ক’দিন আগে ঘোষিত ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আর্জেন্টিনা দলেও জায়গা হয়নি দিবালার। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় মেসির বিকল্প হিসেবে গত ২৬ আগস্ট দলে ফেরানো হয় তাকে। আর্জেন্টিনা দলে অনিয়মিত হয়ে পড়া দিবালা এবার ফিরতে পেরে নিজের সন্তুষ্টির কথা বলেছেন সংবাদমাধ্যমকে। মেসির ১০ নম্বর জার্সি (Messi Jersey) পরে মাঠে নামা নিয়েও কথা বলেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে দিবালা বলেছেন, ‘আমি জানি জার্সিটা আমার নয়। সবাই জানে এটা লিওর। যতটা ভালোভাবে সম্ভব, আমি এটার (১০ নম্বর জার্সি) প্রতিনিধিত্ব করার চেষ্টা করেছি। কেউ কেউ বলেছে আমার এটা পরা উচিত। এটা নেওয়া উচিত কি না, তা বুঝতে পারছিলাম না। কিন্তু দায়িত্ব পালন করে ভালো লাগছে।’

Argentina National Football Team - ❤️🇦🇷 Paulo Dybala on wearing Messi's  number: "I know it's not my shirt; we all know it belongs to Leo. I tried  to represent it in the

আর্জেন্টিনা দলে ফিরতে পেরে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন দিবালা, ‘ভেবেছিলাম আমি হয়তো ডাক পাব না। ফিরতে পারব না…কিন্তু আমাকে ফিরতেই হতো। খেলতেই হতো। যখন এই জার্সি পরবেন, তখন সেরাটাই দিতে হবে।’

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কালোনির দল। শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ। ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে নবম চিলি। আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গত কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Google news