Panihati: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী

 

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী i উত্তর ২৪ পরগনা জেলার আগরপাড়া এলাকায় চাঞ্চল্য। অভিযুক্ত সায়ন সেনগুপ্তের বিরুদ্ধে খুন-ডাকাতি সহ একাধিক অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ থানায় জমা পড়েছিল।

গত রবিবার ঘোলা কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন মুড়াগাছা মোড়ের কাছে একটি পানশালার সামনে ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। আর সেই ঘটনায়ও সায়ন সেনগুপ্তের নাম জড়ায়। তারপরই ঘোলা থানা এবং খড়দহ থানা যৌথ উদ্যোগে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর রাতে আগরপাড়া তেঁতুলতলা এলাকা থেকে একটি সেভেন এমএম পিস্তল এবং ৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করে খড়দহ থানার পুলিশ। অভিযুক্তকে বারাকপুর আদালতে তুলে হেফাজতে নিয়ে আরও দুষ্কর্মের খোঁজ পেতে চান তদন্তকারী পুলিশ কর্তারা।

Google news