দীর্ঘ ২৩ বছর পর রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল বক্সার জঙ্গলে

খবরএইসময়, ওয়েব ডেস্ক: আলিপুরদুয়ার বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বাঘের অস্তিত্ব নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন। কার্যত বাঘ শূণ্য হতে বসে বক্সার।এই অবস্থায় বক্সা কর্তৃপক্ষ পরিকল্পনা করেছিল, বাইরে থেকে বাঘ এনে এই অভয়ারণ্যে রাখা হবে। বেশ কিছু দিন বাঘের পায়ের ছাপ, নখের আঁচড়, মল জানান দিচ্ছিল বাঘের অস্তিত্ব এখনও আছে বক্সারে। তবে দরকার ছিল শক্ত প্রমাণ ।

অবশেষে বন দফতরের পক্ষ থেকে বসানো ট্র্যাপ ক্যামেরায় লেন্স বন্দি হলো একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার।এর আগে ১৯৯৮ সালে শেষ ক্যামেরা বন্দি হয়। এই খবর প্রকাশিত হওয়ায় খুশি বনকর্মী থেকে পরিবেশ প্রেমী মানুষ সকলে। সূত্রের খবর অনুযায়ী বাঘ ও পর্যটনদের সুরক্ষার স্বার্থে কয়েকদিন জঙ্গল সাফারি বন্ধ থাকবে।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান এটি বড়ো পাওনা। ইতি মধ্যেই চার সদস্যর দল রওয়া দিয়েছে উত্তরবঙ্গে। ব্যাঘ্র সংরক্ষণের কেন্দ্রস্থলে ১১টি গ্রাম রয়েছে।এই গ্রামগুলোই বাঘ সংরক্ষণের পরিকাঠামো নির্মাণের প্রধান বাধা। আমরা ইতিমধ্যে ওই পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য একটি প্রকল্প তৈরি করেছি, তাদের নতুন জায়গায় স্থানান্তর করা হবে।

Google news