মৃত্যু যন্ত্র! এই যন্ত্র ব্যবহারে মূহুর্তের মধ্যে ঘটবে যন্ত্রণাহীন মৃত্যু

খবর এইসময়,ওয়েব ডেস্ক: ইউথেনশিয়া (Euthanasia) তথা ইচ্ছামৃত্যুকে আগেই স্বীকৃতি দিয়েছিল সুইশ সরকার। এবছরই সুইজারল্যান্ডে মৃত্যু ঘটেছে ১৩০০ জনের। তবে এইবার স্বীকৃতি পেল এক মৃত্যু যন্ত্র যার নাম সারকো। যা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গেছে গোটা বিশ্ব জুড়ে। ক্যাপসুল আকারের যন্ত্রটি দেখতে অনেকটা কফিনের মতো। এই যন্ত্র ব্যবহার করে শরীরের অক্সিজেনের মাত্রা কমিয়ে নিমেষের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বেন ব্যবহারকারীরা।

সারকো বিশেষত্ব, ভিতর ও বাহির উভয় দিক থেকেই পরিচালনা করা সম্ভব। চোখের পলকের মাধ্যমে সংকেত এর মাধ্যমে চালনা করা যাবে এটি। মৃত্যুকালীন অঙ্গপ্রত্যঙ্গ কার্যত অসাড় হয়ে পড়ে তাই এই বিশেষ ব্যবস্থা।

এক স্বেচ্ছাসেবী সংগঠন এগজিট ইন্টারন্যাশনাল(exit international) এই যন্ত্রটি তৈরি করেছে। সংস্থার প্রধান ফিলিপ নিটশে এই যন্ত্রের উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন। তিনি ‘ডক্টর ডেথ’ নামেও পরিচিত।

সারকো নিয়ে ফিলিপ জানান বহু অর্থ ব্যয় করা হয়েছে এই প্রকল্পের জন্য। তিনি আশাবাদী আগামী বছর থেকে ব্যবহার করা যাবে যন্ত্রটি। তবে ইতিমধ্যে বিষয়টি নিয়ে বিতর্ক জন্ম নিয়েছে বিশ্বজুড়ে।

Google news