পবিত্র গঙ্গাকে দূষণমুক্ত করার বার্তা দিতে গঙ্গার ঘাটে গঙ্গাআরতি শ্যামনগরে

নিজস্ব প্রতিনিধি, শ্যামনগরঃ  গঙ্গা দূষণমুক্ত করতে এবং পরিচ্ছন্ন ভাটপাড়া জগদ্দল এলাকা গড়ে তুলতে  জগদ্দলের এক সমাজসেবী সংস্থা ‘দিশিতা’ বর্ষব্যাপী নানান জনসচেতনতামূলক অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছে।

আজ তারই অঙ্গ হিসেবে শ্যামনগর ননাবাবা গঙ্গার ঘাটে গঙ্গাআরতি আয়োজিত করা হয়। শ্যামনগর ননাবাবা গঙ্গার ঘাটে এই গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্নধার শ্যামাশ্রী শ্যাম, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, ভাটপাড়া পৌরসভার মুখ্য পৌর প্রশাসক গোপাল রাউত, প্রাক্তন পৌর প্রশাসক অরুন বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বরা।

বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, পবিত্র গঙ্গাকে রক্ষা করতে এবং সমাজ কে দূষণমুক্ত করার বার্তা দিতে এই সমাজসেবী সংস্থার উদ্যোগ যথেষ্টই প্রশংসনীয়।

Google news