কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল, আশ্বাস চিকিৎসার খরচ বহনের

 

খবর এইসময়, ওয়েব ডেস্ক: বছরের প্রথম দিক থেকেই অসুস্থ কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। যার লেখায় ও কার্টুনে শিশুকাল কেটেছে অনেকের। তিনি আজ বিছানায় শয্যাশায়ী। খাদ্যপ্রিয় মানুষ যার এখন খাবার গলা ভাত। যা একদমই পছন্দের নয় প্রবীণ কার্টুনিস্টের । হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’র মতো বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। ২০১৩ সালে পেয়েছিলেন সাহিত্য ‘একাডেমি পুরস্কার’ এবং ২০২১ সালে পদ্মশ্রী । ৯৮ বছর ছুঁইছুঁই নারায়ণ দেবনাথ এখন শিবপুরের বাড়িতে কার্যত গৃহবন্দী।

শুক্রবার রাজ্যের সাংবিধানিক প্রধান জাগদীপ ধনকড় টুইট করে জানান শিল্পীর সাথে তিনি দেখা করবেন। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সকালে রাজ্যপাল সস্ত্রীক দেখা করেন বাটুল এর স্রষ্টার সাথে। উপস্থিত ছিলেন নারায়ণ বাবুর চিকিৎসক সমরজিৎ নস্কর।

 

ফুল উত্তরীয় নিয়ে দেখা করে শিল্পীর শারীরিক খবর নেন রাজ্যপাল।জনগণের জন্য নতুন কিছু করার স্ফূর্তি পাচ্ছেন, জানান রাজ্যপাল ৷ এমনকি প্রবীণ কার্টুনিস্টের চোখে অন্য ঔজ্জ্বল্য দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন ৷ চিকিৎসা খরচ বহনের আশ্বাসও দেন তিনি।

প্রবীণ কার্টুনিস্ট এর মতে বাঁটুলই ধংস করবে করনা ভাইরাসকে।

Google news