BSF এর অনুষ্ঠানে এসে পেট্রাপোল চেকপোস্ট পরিদর্শন করলেন BJP সাংসদ অর্জুন

 

নিজস্ব প্রতিনিধি, পেট্রাপোল: শনিবার ১৭৯ ব্যাটেলিয়ানের বিএসএফের আমন্ত্রণে পিঠাপুলি এসেছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং ও বনগাঁর বিধায়ক অশোক কির্তনীয়া । এদিন দুপুরে পেট্রাপোল বন্দরে আসেন তারা ভারত বাংলাদেশের বাণিজ্যিক গেট পরিদর্শন করেন । অনুষ্ঠান প্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন ১৭৯ বি এস এফ এর আমন্ত্রণ রক্ষার্থে পেট্রাপোলে এসেছি সঙ্গে পেট্রাপোল বন্দরের নানা সমস্যা দেখলাম, সমস্যার কথা আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো । এবং সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন বাংলাতে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে, সে গুলোকে যাতে রোধ করা যায় সেই কারণেই বিএসএফের এক্তিয়ার বাড়ানো হয়েছে । ৫০ কিলোমিটার তদন্তের এরিয়া বাড়ানো হয়েছে । তৃণমূল কংগ্রেসের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস নিজেদের সুবিধার্থে কথা বলে । আমাদের দেশ আগে ।

বি এস এফ এর সি ও অরুণ কুমার জানিয়েছেন দীপাবলি উৎসব উপলক্ষে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করবার জন্য । এখানকার নানা সমস্যা আমরা তাদেরকে জানালাম আগামীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয় উপস্থাপন করবেন ।

 

 

Google news