প্রাক্তন মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল, তবে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত বহাল রাখলেন চিকিৎসকেরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আপাতত তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

উডল‍্যান্ডস হাসপাতালের তরফে চিকিৎসক রূপালী বসু জানান, প্রবল শ্বাসকষ্ট নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বুধবার হাসপাতালে ভর্তি হন। তারপরেই তার অবস্থার আরও অবনতি হয়। যদিও রাতের দিকে তাঁর দেহে অক্সিজেনের মাত্রা কিছুটা বাড়ে। আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেকটাই কমে। একে ইতিবাচক বলেই মনে করেন চিকিৎসক মহল।

বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী, তাঁর অক্সিজেন স‍্যাচুরেশনের মাত্রা ৯৪। রক্তচাপ স্বাভাবিক রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত রাতে তাঁর অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই জানা গিয়েছে। তাই তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্তেই রয়েছেন চিকিৎসকেরা। আপাতত ভেন্টিলেশনে থেকেই তাঁর চিকিৎসা চলছে।
বুধবার বুদ্ধদেব ভট্টাচার্যের করোনা পরীক্ষা করা হয়। রাতেই রিপোর্ট নেগেটিভ আসে।

মাস কয়েক আগেও রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্বাসকষ্টের সমস‍্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ক্রনিক রেসপিরেটরি ট্র‍্যাক ইনফেকশনের সমস‍্যা রয়েছে। অর্থাৎ তিনি হাঁপানি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন। করোনা আবহে তাই তাঁর স্বাস্থ‍্য নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল থেকে পাওয়া শেষ রিপোর্ট অনুযায়ী, তাঁকে অ‍্যান্টিবায়োটিক, স্টেরয়েড, ফ্লুইড দেওয়া হয়েছে। কার্ডিওলজিস্ট,‌ পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সহ সাত সদস‍্যের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণ করেছেন।

ইতিমধ্যেই মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ‍্যপাল অনেকেই তাঁকে দেখতে হাসপাতালে যান। মুখ‍্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। চিকিৎসার আর্থিক ব‍্যয়ভার সরকার বহন করবে বলেও জানান। যদিও সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসার সমস্ত খরচ দলের তরফ থেকে বহন করা হবে। এর আগেও যতবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, খরচ দল বহন করেছিল।

Google news