পুলিশের জালে গরু পাচারে আটক তৃণমূলের পতাকা লাগানো দুধ সাদা গাড়ি

 

 

 

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: তৃণমূলের পতাকা লাগানো গাড়ি করে গরু পাচারের সময় দুর্ঘটনা সোদপুরে,গাড়ির চালক পলাতক,গাড়ি আটক করল খড়দহ থানার পুলিশ।

 

তৃণমূলের পতাকা লাগিয়ে গাড়ি করে গরু পাচারের সময় সোদপুর ট্রাফিক মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক আধিকারিকরা বাধা দিতে গেলে সেই গাড়ি দ্রুত গতিতে বি টি রোড ধরে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোদপুর দত্ত রোড এর কাছে ডিভাইডারে ধাক্কা মারে।ঘটনার পর গাড়ির চালকসহ অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যায়।ঘাতক গাড়িটিকে গরু সমেত খড়দহ থানার পুলিশ আটক করে।

 

 

তারপর গাড়ি থেকে পাচার হওয়া গরুকে উদ্ধার করে পুলিশ। গাড়িতে তৃণমূলের পতাকা লাগানো নিয়ে উঠছে প্রশ্ন?আর এই ঘটনায় তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা,খরদহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু চৌধুরী জানান,ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু গাড়ির সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূল দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বিরোধীরা। রাজ্য বিজেপি নেতা কিশোর কর বলেন,গরু পাচারের ঘটনা তৃণমূলের সংস্কৃতি। তাই ধরা পড়ে যাওয়ায় এখন দোষ ঢাকার জন্য বিরোধীদের দিকে আঙুল তুলছে তৃণমূল দল।

 

 

Google news