Mamata Banerjee: প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি মমতা, বর্ষীয়ান নেতার প্রয়াণে সরকারি ছুটি ঘোষণা 

প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পাম‌‌ অ্যাভিনিউতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বৃহস্পতিবার………

বৃহস্পতিবার সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষ। এদিন সকালে পাম‌‌ অ্যাভিনিউর নিজ বাসভবনে ত্যাগ করেন বাম জমানার শেষ সেনাপতি বুদ্ধদেব ভট্টাচার্য।

এদিন সকালে প্রয়াত মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পাম‌‌ অ্যাভিনিউতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষীয়ান রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাক্তন মুখ্যমন্ত্রী শেষ যাত্রায় সবরকম সহায়তার কথা বলেন তিনি।

পরিবারের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আজ সরকারি ছুটি ঘোষণা করছি, আগামীকাল রাষ্ট্রীয় সম্মানে সঙ্গে আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে চাই। তিনি দীর্ঘদিন বিধানসভার প্রতিনিধি ছিলেন। মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দপ্তরের দায়িত্বে ছিলেন। তার মৃত্যু রাজ্যের পক্ষে বড় ক্ষতি।

বর্ষীয়ান বাম নেতা প্রয়াণে তাঁর বাড়ি ছুটে আসেন একাধিক বাম নেতৃত্ব। সিপিএমের রাজ্যসম্পাদক মহম্মদ সেলিম সহ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী , সূর্যকান্ত মিশ্র উপস্থিত হন বুদ্ধদেব ভট্টাচার্যের বাস ভবনে।

মহম্মদ সেলিম জানান বৃহস্পতিবার নিজে বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ কিছুক্ষণ রেখে তা সংরক্ষণ করা হবে। তবে বৃহস্পতিবারই চক্ষুদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় আনা হবে আলিমুদ্দিন স্ট্রিটে দফতরে। বুদ্ধদেব ভট্টাচার্যর শেষ ইচ্ছে অনুযায়ী বিকেল ৪ টে শেষ যাত্রার পর দেহ দান করা হবে।

খবর অনুযায়ী শুক্রবার এন আর এস হাসপাতালে সংরক্ষণ হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ।

Google news