মানসিক অবসাদে আত্মহত্যার চেষ্টা? ছাদ থেকে পড়ে মৃত্যুর সঙ্গে লড়াই কনস্টেবলের

নিজস্ব প্রতিনিধি, সল্টলেকঃ লেকটাউন পাতিপুকুরে পুলিশ আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক পুলিশ কনস্টেবলের।আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অপূর্ব কুমার মণ্ডল নামে ওই কনস্টেবল। প্রাথমিকভাবে একে আত্মহত্যার চেষ্টা বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, তা জানতে শুরু হয়েছে তদন্ত।

 রায়গঞ্জের বছর আটত্রিশের অপূর্বকুমার মণ্ডল কর্মসূত্রে পাতিপুকুর পুলিশ আবাসনে থাকতেন বলে জানা গিয়েছ। তিনি রাজভবনে কর্তব্যরত ছিলেন। শনিবার দুপুরে আচমকাই ঘটে এই দুর্ঘটনা। আবাসনের তিনতলার ছাদ থেকে পড়ে যান অপূর্ব।

প্রত্যক্ষদর্শীদের মতে, সেখানেই কিছুক্ষণ পড়ে ছিলেন। এরপর আবাসনের এক পুলিশকর্মী তাঁকে ওই অবস্থায় দেখে উদ্ধার করেন। অচৈতন্য অবস্থায় সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। চিকিৎসকরা জানান, তাঁর কোমরে গুরুতর চোট লেগেছে। আইসিইউ-তে ভরতি করিয়ে শুরু হয়েছে চিকিৎসা। খবর দেওয়া হয়েছে রায়গঞ্জে, অপূর্বর বাড়িতে।

সহকর্মীদের অনেকের বক্তব্য, অপূর্ব বেশ কয়েকদিন ধরে কাজ নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। রাজভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গার কাজের দায়িত্ব তাঁর কাঁধে পড়ায় একটু চাপও অনুভব করছিলেন। তবে সেই চাপ কি এতটাই হয়ে গিয়েছিল যে নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে হল অপূর্বকে? এই প্রশ্ন উঠছে পুলিশ মহলে। তবে সহকর্মীদের আপাতত প্রার্থনা, অপূর্ব যাতে দ্রুত সুস্থ হয়ে  ফিরে আসেন।

Google news