করোনায় মৃত্যু,লিলুয়ায় বাড়ির সামনেই পড়ে রইল দেহ

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ফের করোনায় আক্রান্তের মৃত্যুর পর কয়েক ঘন্টা ধরে দেহ পড়ে থাকার অভিযোগ উঠল। সোমবার সকালে ৫৪ বছর বয়সী ওই মহিলার মৃত্যু হয়। জানা গিয়েছে ওই মহিলা করোনায় আক্রান্ত ছিলেন।

অভিযোগ উঠেছে, করোনা রোগীর মৃতদেহ বাড়ির সামনে পড়ে ছিল বেশ কয়েক ঘন্টা ধরে। কেউই ওই মহিলার মৃতদেহ উদ্ধার করতে আসেননি। তাই মৃতদেহ পড়েছিল বেশ কিছু ঘণ্টা ধরেই।

জানা গিয়েছে, সৎকার করার জন্য প্রথমে এগিয়ে আসেননি কেউই। পরে স্বাস্থ্যকর্মীরা এসে দেহ নিয়ে যান। হাওড়ার লিলুয়ায় ৬২ নং ওয়ার্ডের অগ্রসেন স্ট্রিটে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, গত তিনদিন আগে শ্বাসকষ্ট হওয়ায় চিকিৎসকের পরামর্শে সোয়াব টেস্ট করান ওই মহিলা। সেই রিপোর্ট হাতে আসার আগেই সোমবার ভোরে গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর পরে তাঁর রিপোর্ট আসলে জানা যায় তাঁর শরীরে করোনা ধরা পড়ে।

Google news