করোনায় আক্রান্ত রাজ্যের মন্ত্রী সুজিত বসু

 

নিজস্ব প্রতিনিধি, বিধান নগর:অতিমারীর কোপে এবার রাজ্যের মন্ত্রী। মারণ এই করোনা ভাইরাস পিছু ছাড়ল না দমকল মন্ত্রীরও। করোনার উপসর্গ পাওয়া গেল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শরীরে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন।

মন্ত্রী হিসেবে সুজিতবাবুই প্রথম ব্যক্তি যার শরীরে করোনার থাবা বসিয়েছে। বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। তখনই তাঁর শরীরে করোনার উপসর্গ মিলেছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুর বাড়ির এক পরিচারিকার দেহে করোনার সংক্রমণ দেখা যায়। এরপরে তাঁর বাড়িতে সকলের করোনা পরীক্ষা করানো হয়। তাতেই সুজিতবাবুর শরীরে করোনার উপসর্গের উপস্থিতির কথা জানতে পারা যায়।

এর আগে রাজ্যের এক বিধায়কের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই বিধায়ক আবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই থাকেন। তিনিও চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই বিধায়ক বর্তমানে বিপদ থেকে মুক্ত বলে জানা গিয়েছে।

অতিমারীর কবলে এবার রাজ্যের মন্ত্রী। মারণ এই করোনা ভাইরাস পিছু ছাড়ল না দমকল মন্ত্রীরও। করোনার উপসর্গ পাওয়া গেল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর শরীরে। এই মুহূর্তে তিনি চিকিৎসাধীন।

মন্ত্রী হিসেবে সুজিতবাবুই প্রথম ব্যক্তি যার শরীরে করোনার থাবা বসিয়েছে। বৃহস্পতিবার তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে। তখনই তাঁর শরীরে করোনার উপসর্গ মিলেছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।

জানা গিয়েছে, মন্ত্রী সুজিত বসুর বাড়ির এক পরিচারিকার দেহে করোনার সংক্রমণ দেখা যায়। এরপরে তাঁর বাড়িতে সকলের করোনা পরীক্ষা করানো হয়। তাতেই সুজিতবাবুর শরীরে করোনার উপসর্গের উপস্থিতির কথা জানতে পারা যায়।

এর আগে রাজ্যের এক বিধায়কের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছিল। দক্ষিণ ২৪ পরগনা জেলার ওই বিধায়ক আবার মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই থাকেন। তিনিও চিকিৎসাধীন রয়েছেন। তবে ওই বিধায়ক বর্তমানে বিপদ থেকে মুক্ত বলে জানা গিয়েছে।

Google news