Turkey Earthquake: তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বেরোচ্ছে একের পর এক মৃতদেহ , রাতদিন এক করে কাজ করছে ভারতীয় NDRF

খবরএইসময় ডেস্ক : বিধ্বস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ভারত-সহ একাধিক দেশ। ত্রাণ পাঠানো হয়েছে বিপর্যয় কবলিত এলাকায়। ভারত থেকে উদ্ধারকারী দলও গিয়েছে তুরস্কে। প্রথমে ৫০ জনের  জনের টিম পাঠিয়েছিল দিল্লি। বুধবার আরও ৫১ জন যোগ দেন তুরস্কের উদ্ধারকাজে। তুরস্কে (Turkey) ভয়াবহ ভূমিকম্পের (Earrhquake) পর সেখানে জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল। তুরস্কের নুরদগি, গাজিয়ানতেপে ৩টি বিপর্যয় মোকাবিলাকারী দল পাঠানো হল। গত ৬ দিন ধরে তুরস্কের একাধিক জায়গায় কাজ করছে  ভারতের বিপর্যয় মেকাবিলাকারী দল। তুরস্কের নুরদগিতে আর কেউ জীবিত রয়েছেন  কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয় উদ্ধারকারী দলের তরফে। প্রসঙ্গত নুরদগিতে বিপর্যয় মোকাবিলাকারী দলের সঙ্গে ডগ স্কোয়াড এবং মহিলা অফিসারদেরও পাঠানো হয়েছে বলে খবর।

 

এনডিআরএফের এক অফিসার জানান, গত কয়েকদিন ধরে ধ্বংসস্তূপের নীচ থেকে একের পর এক মৃতদেহ তাঁরা বের করে আনছেন। তুরস্কের প্রশাসন এবং সেনা বাহিনীর সঙ্গে একযোগে কাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং বিপর্যয় মোকাবিলাকারী দল।

 

 

Google news