Breaking News: বরানগরে বহুতল আবাসন থেকে পড়ে মৃত মহিলা

 

পল্লব হাজরা, বরাহনগর: সাতসকালে ঘুমের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদে ঘুম ভাঙলো বরাহনগর বনহুগলী একটি বহুতল আবাসনের বাসিন্দাদের। বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক মহিলা। মহিলার নাম অন্নপূর্ণা দে(৪০)।

ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় আবাসিকদের মধ্যে। দীর্ঘ সময় ধরে আবাসনের সামনে পড়ে থাকে দেহ এমনটাই দাবি পরিবার সূত্রে। পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সের দাবি করলে তা দিতে পারিনি আবাসনের নিরাপত্তারক্ষীরা এমনটাই অভিযোগ করেন মৃতার ভাই কমলেন্দু পাল। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি কর্মরত নিরাপত্তা রক্ষী।

 

মহিলার স্বামী অসীম দে বলেন, সকালে ঘরে ঘুমিয়েছিলেন তিনি। বারান্দার দরজা ছিল খোলা অবস্থায়। ঘরে অন্নপূর্ণা দেবীর খোঁজ শুরু করলে শেষ পর্যন্ত আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে থাকতে দেখেন তিনি। তবে কি কারণে এই দুর্ঘটনা তা বুঝে উঠতে পারছেন না অসীম বাবু।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বরাহনগর থানার পুলিশ। পরে দেহ উদ্ধার করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে শুধুই কি এটি দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা ক্ষতিয়ে দেখছে বরাহনগর থানার পুলিশ।

Google news