Big Breaking: দুই হেভিওয়েট মন্ত্রীর ইস্তফা মুখ্যমন্ত্রীর কাছে

 

 

 

ন্যাশনাল ডেস্ক :  দিল্লিতে মন্ত্রিসভা থেকে ইস্তফা একসাথে দুই মন্ত্রীর। প্রথমজন কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain) যিনি টাকা নয়ছয় করার অভিযোগে তিহার জেলে রয়েছেন এবং দ্বিতীয়জন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) যাকে গত রবিবার সিবিআই গ্রেফতার করেছে। দুজনই তাঁদের ইস্তফাপত্র দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঠিয়েছেন এবং সূত্রের খবর, সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন কেজরিওয়াল।

 

সত্যেন্দ্রর বিরুদ্ধে এতটাই গুরুতর অভিযোগ যে, বারবার তিনি জামিন চাইলেও তা খারিজ হয়ে যাচ্ছে। এতদিন জেলে থাকলেও মন্ত্রিত্ব ছাড়েননি তিনি। অবশেষে এদিন দিল্লির মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন তিনি।

 

অন্যদিকে আবগারি দুর্নীতির অভিযোগ ওঠা তদন্তে গ্রেফতার হন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সোমবার জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল তবে সেই আবেদন মঙ্গলবার বিকেলে খারিজ করে দিয়ে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেয় শীর্ষ আদালত। সেইমত মণীশের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

 

মণীশ যেমন দিল্লির উপমুখ্যমন্ত্রী ছিলেন,তেমন তাঁর কাঁধে ছিল শিক্ষা-অর্থের মতো দফতরও। আগামী ৪ মার্চ পর্যন্ত তাঁকে জেলে থাকতে হবে। আর এসবের মধ্যেই নিজের দায়িত্বে থাকা সব দফতর ছাড়লেন মণীশ।

 

মঙ্গলবার  বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রীর কাছে নিজের ইস্তফাপত্র পাঠান মণীশ। তবে  সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সেইজন্যই দুই আপ নেতা এই সিদ্ধান্ত নিয়েছেন ।

Google news