পুজোয় সেজে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, সেরার শিরোপা ছিনিয়ে নিতে প্রহর গুনছে মল্লিক কলোনী সার্বজনীন 

 

 

পল্লব হাজরা, বরাহনগর: উত্তরে বীজপুর থেকে দক্ষিণে বরাহনগর আলোর রোশনাইতে সেজে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। পুজো উদ্যোক্তাদের মধ্যে ব্যস্ততাও অনেক। এবছর নানান থিমের চমক দর্শকদের উপহার দিয়ে প্রস্তুত পুজো উদ্যোক্তারা। শিল্পাঞ্চলের অন্যতম আকর্ষণ বরাহনগরের মণ্ডপ গুলি যার মধ্যে বরাহনগর মল্লিক কলোনী সার্বজনীন , ন-পাড়া দাদা ভাই সংঘ, লোলান্ড, বন্ধুদল, কালাকার পাড়া পূজা সম্মেলনী বাড়তি আকর্ষণ।

ইতিমধ্যেই বেশ কিছু পুজো মণ্ডপ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আবার কোথাও চলছে শেষ তুলির টান। ভিড় এড়াতে আগেভাগেই তাই নেমে পড়েছে বহু দর্শনার্থী।

 

চতুর্থীতে উদ্বোধন হতে চলেছে বরাহনগর মল্লিক কলোনি সার্বজনীন।৭৩তম বর্ষে এবারে ভাবনা ‘সৃষ্টি থেকে দৃষ্টি’। মণ্ডপে প্রবেশে দেখা মিলবে মায়ের মাতৃত্বের রূপ। দেবী ত্রিনেত্র দিয়ে আগলে রাখছেন গোটা জীবজগৎ। ভিতর ঢুকতে দেখা মিলবে পৃথিবীর ন্যায় গ্লোব। দর্শকরা নিশ্চিত ভাবে উপভোগ করবে এমনটাই দাবি উদ্যোক্তাদের।

Google news