Euro Cup: এবারের ইউরো কাপে প্রথম অঘটন, র‍্যাংকিংয়ে তিনে থাকা বেলজিয়ামকে হারাল ৪৮-এর স্লোভাকিয়া

Slovak24

ফিফা র‍্যাংকিংয়ের তিন নম্বরে থাকা বেলজিয়াম ইউরো কাপের (Euro Cup) ম্যাচে একের পর এক সহজ সুযোগ নষ্ট করেছে। রোমেলু লুকাকুর মতো তারকাও গোলের সু্যোগ খুইয়েছেন। আর এমন ভুলেরই খেসারত দিয়েছে গোটা দল। র‍্যাংকিংয়ের ৪৮ নম্বরে থাকা স্লোভাকিয়ার কাছে হেরে গেছে তারা। যে দুটি বল লুকাকু গোলে ঢোকালেন, সেই দু’টিও বাতিল হল। বেলজিয়ামের খারাপ খেলার ফায়দা তুলল স্লোভাকিয়া। তাদেরকে ১-০ গোলে হারিয়ে চলতি ইউরো কাপের প্রথম অঘটন ঘটাল তারা।

নিজেদের থেকে ৪৫ ধাপ পিছনে থাকা দলের বিরুদ্ধে খেলা শুরুর ৩ মিনিটে এগিয়ে যেতে পারত বেলজিয়াম। ডান প্রান্ত ধরে উঠে বক্সে পাস বাড়ান ডোকু। লুকাকু সরাসরি গোলরক্ষকের গায়ে মারেন। ৪ মিনিট পরেই বেলজিয়ামকে ধাক্কা দেয় স্লোভাকিয়া। ইভান শ্রাঞ্জের পাস ধরে বক্সের বাইরে থেকে জোরালো শট মারেন বোজ়েনিক। সেই শট কাসটিলস প্রতিহত করলেও ফিরতে বলে গোল করেন শ্রাঞ্জ। পিছিয়ে পড়ে বেলজিয়াম।

মাঝমাঠে বলের দাপট ছিল বেলজিয়ামের। কেভিন দ্য ব্রুইন, ওনানা, ডোকুরা বল নিজেদের কাছে রাখছিলেন। আক্রমণেও উঠছিলেন তারা। কিন্তু পেনাল্টি বক্সে সব আক্রমণ ভেস্তে যাচ্ছিল। ২১ মিনিটের মাথায় ফাঁকা গোল পান ট্রসার্ড। তার পরেও গোল করতে পারেননি তিনি।

স্লোভাকিয়া খেলছিল প্রতি আক্রমণে। দৈহিক শক্তি কাজে লাগাচ্ছিল তারা। আক্রমণে দু’এক জনই থাকছিলেন। কিন্তু তারা যখন বল পাচ্ছিলেন, তখন সমস্যায় ফেলছিলেন বেলজিয়ামের ডিফেন্ডারদের। ২০২২ সালের বিশ্বকাপে বেলজিয়ামের যে দল খেলেছিল, তার আট জন ছিলেন না এই দলে। অনেকেই প্রথম বার ইউরো খেলছেন। সেটা দেখে বোঝা যাচ্ছিল। ৪১ মিনিটের মাথায় আরও একটি সুযোগ পান লুকাকু। গোলরক্ষক ডিব্রাভকাকে একা পেয়েও বাইরে মারেন তিনি। স্লোভাকিয়ার এই জয় আর বেলজিয়ামের হার হয়ে থাকল এবারের ইউরো কাপের প্রথম অঘটন।

Google news