Guinness Record 2022: এক টাকার কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে গিনেস রেকর্ড যুবকের

 

 

প্রণব বিশ্বাস: অদম্য ইচ্ছা শক্তি যে সবথেকে বড় শক্তি তা আরও একবার প্রমাণ কোরে দেখাল জগদ্দল কেউটিয়ার এক যুবক। মাত্র একমিনিটে ৮৫ টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি কোরে গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করলেন বছর ২২ এর ব্রতজিৎ সরকার। আর এই স্বীকৃতির খবর জানাজানি হতেই তাঁর বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় করছে প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সকলেই।

 

বিশ্ব মঞ্চের একাধিক গাইডলাইন মেনেই ১ টাকার কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গোটা পৃথিবীর একাধিক প্রতিযোগীকে পিছনে ফেলে নতুন রেকর্ড তৈরি করেছে এই ব্রতজিৎ। পাশাপাশি স্নাতক পাশ করে কেউটিয়ায় কল্যানী এক্সপ্রেস ওয়ের পাশে থাকা পারিবারিক ফুল ও ফলের নার্সারি ব্যবসার হাল ধরেছেন।

 

তবে ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল বাংলার একটি রিয়েলিটি শোতে যোগ দেওয়ার। বছর তিনেক আগে ব্রতজিৎ খেয়াল করে সেই রিয়েলিটি শো-তে একজন কয়েন টাওয়ার তৈরি করে লিমকা বুকে নাম তুলে ওই রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। অতএব বিশেষ যোগ্যতা থাকলেই সেই শো-তে সুযোগ পাওয়া যায়, এই মনে করে তখন থেকেই কয়েন দিয়ে টাওয়ার তৈরির প্রতি তাঁর ঝোঁক তৈরি হয় বলে জানায় ব্রতজিৎ ।

সে আরও জানায় যে, ইন্টারনেটের মাধ্যমে খোঁজখবর  নিয়ে জানতে পারে, এক মিনিটে ৬৫টি কয়েন দিয়ে টাওয়ার তৈরির গিনেস ওয়ার্ড রেকর্ড রয়েছে। তখন থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার জেদ চাপে এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে শুরু হয় তাঁর প্রস্তুতি।

সন্ধে সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত নিয়মিত অভ্যাস শুরু করে সে। তবে আগামী দিনে আরো নতুন কিছু আবিষ্কার করে নিজের খ্যাতি অর্জন করার পাশাপাশি দেশের নামও বিশ্বের দরবারে নিয়ে যেতে চায় ব্রতজিৎ।

 

 

 

ব্রতজিতের এই সাফল্যে খুশি সরকার দম্পতি। আগামী দিনে ছেলের কাজ থেকে আরো নতুন কিছু সৃষ্টির দিকেই তাকিয়ে রয়েছেন ব্রতজিৎ এর মা এবং বাবা নীরঞ্জন সরকার ।

ব্রতজিৎ এর এই সাফল্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে ব্রতজিৎ এর আরো সাফল্য কামনা করে খবর এইসময়।

Google news