বাঁকুড়ায় শাসকদল ছেড়ে শতাধিক কর্মীর কংগ্রেসে যোগদান

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: যেখানে মধ্যপ্রদেশের পর মরু রাজ্য রাজস্থানও হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের, সেখানে পশ্চিমবাংলায় সাম্প্রতিক সময়ে এক বিরল চিত্রের সাক্ষী থাকলেন বাঁকুড়ার রাজনৈতিক সচেতন মানুষ। সোনামুখী এলাকার ১৫০ জন নেতা কর্মী শাসক দল তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিলেন বলে কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে। তৃণমূল ছেড়ে আসা ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কংগ্রেসের বাঁকুড়া জেলা সভাপতি নীলমাধব গুপ্ত।

জেলা কংগ্রেসের সভাপতি নীলমাধব গুপ্ত সোনামুখীর বেহারবাড়া, নিমতলা, ধান সিমলা সহ পাঁচটি এলাকা থেকে ১৫০ জন তৃণমূল ছেড়ে তাদের দলে যোগ দিলেন। এই সদস্যরা আগামী দিনে এই এলাকায় কংগ্রেসের সংগঠনকে মজবুত করবে বলে তিনি আত্মপ্রত্যয়ী বলে জানান। তৃণমূলের আমলে পাশাপাশি এদিকে বেকারত্ব বেড়ে যাওয়ার পাশাপাশি চাল চুরি, গম চুরি সহ যে সব দুর্নীতি করছে তৃণমূল তার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই কংগ্রেসে যোগদান বলে জানান তৃণমূল ছেড়ে কংগ্রেসের পতাকাতলে আসা আমিরুন মল্লিক ।

Google news