‘মহিলা হিসেবে সম্মান পাচ্ছিলাম না’, বিজেপি থেকে তৃণমূলে ফিরে বিস্ফোরক সৌমিত্রপত্নী সুজাতা খাঁ

খবরএইসময়,নিউজ ডেস্কঃ ভোলবদল! বছর না ঘুরতেই মোহভঙ্গ সৌমিত্রপত্নীর। ফের তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ’র স্ত্রী সুজাতা খাঁ। সোমবার সুজাতাকে ‘মেয়ে’ বলে পরিচয় দিয়ে বর্ষীয়ান সাংসদ সৌগত রায় তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।  গত লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁ বিষ্ণুপুর এলাকায় ঢুকতে  না পারায়  সুজাতা একাই নির্বাচনী প্রচার সামলেছেন এবং তাঁর স্বামীকে জিতিয়েছেনও। এই কৃতিত্বের অধিকারী সুজাতার ভূয়সী প্রশংসা করে তাঁকে কাছে টেনে নিয়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পরপরই সুজাতার এই প্রত্যাবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে সুজাতা কেন এলেন ফের তৃণমূলে ?

শুনুন–