IND Vs BAN: বদলে গেল ভারত-বাংলাদেশ ম্যাচের ভেন্যু

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে আসছে বাংলাদেশ (IND Vs BAN)। প্রতিবেশী দেশের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন রোহিত-সূর্যরা। সেই সিরিজকে সামনে রেখে মঙ্গলবার আলোচনায় বসে বিসিসিআই। সেখানেই বদলে গেল টি-টোয়েন্টি ম্যাচের (IND Vs BAN) ভেন্যু।

প্রথম টি-টোয়েন্টি (IND Vs BAN) ম্যাচটি ৬ অক্টোবর ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ড্রেসিংরুমে সংস্কারের কাজের কারণে সেটা নিয়ে যাওয়া হচ্ছে গোয়ালিয়রে।

গোয়ালিয়রের এই ম্যাচটি শহরের নতুন স্টেডিয়াম মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী আন্তর্জাতিক ম্যাচ। ২০১০ সালে এই মাঠেই ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ম্যাচে সচিন ১৪৭ বলে ২০০ রানে নট আউট ছিলেন। ভারত ৩ উইকেটের বিনিময়ে করেছিল ৪০১ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

Google news