Ukraine crisis:রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মৃত্যু ভারতীয় ছাত্রের

খবরএইসময় ডেস্ক :   রাশিয়ার বোমাবর্ষণের জেরে প্রথম ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের বাসিন্দা 21 বছর বয়সী নবীন শেখারাপ্পা জ্ঞানগৌড়ার। আজ সকালে ইউক্রেনের খারকিভে খাবারের জন্য একটি দোকানের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন, সেইসময় রাশিয়ান গোলাগুলিতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

অরিন্দম বাগচী বলেন, ‘খরকিভে যে বিমান হামলা হচ্ছে তাতে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই মুহূর্তে মন্ত্রক ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই। আমরা পড়ুয়ার পরিবারের সঙ্গে আছি।’

এদিকে মঙ্গলবার সকাল থেকে ইউক্রেনের সব বড় বড় শহরে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর একটি বড় কনভয় দ্রুত কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর। সংবাদ সংস্থা সুত্রে জানা গিয়েছে, নবীন খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির মেডিকেলের শেষ বর্ষের ছাত্র ছিলেন। কিন্তু তিনি    কলেজের হোস্টেলে থাকতেন না, তিনি গভর্নর হাউসের ঠিক পিছনের একটি ফ্ল্যাটে থাকতেন।

 তিনি কর্ণাটকের হাভেরি জেলার চালাগেরে গ্রামের বাসিন্দা। খাবার এবং নগদ অর্থের জন্য বাইরে যাওয়ার কিছুক্ষণ আগেই,রোজকার মত এদিনও নবীন তার বাবা শেখর গৌড়ার সাথে মোবাইলে কথা বলে জানিয়ে ছিলেন যে, কর্ণাটকের আরও কয়েকজনের সাথে সে যে বাঙ্কারে লুকিয়ে ছিল, সেখানে কোনও খাবার বা জল অবশিষ্ট নেই তাই তাঁকে বাইরে বেড়তে হবে। প্রচুর ভিড় থাকার কারণে নবীন প্রায় ঘণ্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে ছিলেন আর সেই সময় অর্থাৎ ইউক্রেনীয় সময় সকাল 10.30 টার দিকে রাশিয়ান গোলাগুলিতে নিহত হন    নবীন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতির অবনতির মধ্যে ভারতীয় দূতাবাস আজ একটি পরামর্শ জারি করেছে। যাতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের কিয়েভ ত্যাগ করতে হবে। অ্যাডভাইজরিতে লেখা ছিল যে, তারা অবিলম্বে কিয়েভ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য যা কিছু পাবে সে ট্রেন হোক বা বাস তা ধরতে হবে।

Google news