ক্ষতির মুখে দেশ, চাবাহার রেল প্রকল্প থেকে ভারতকে বাদ দিল ইরান

খবর এইসময়, নিউজ ডেস্কঃ কিছুদিন আগে পর্যন্ত ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্পের বিষয়টি উল্লেখ করে মোদি সরকারের সফলতার কথা প্রচার করত বিজেপি নেতৃত্ব। কিন্তু, সেই প্রকল্প থেকেই এবার ভারতকে সরিয়ে দিল তেহেরান।

চার বছর আগে ভারতের হাতে এই প্রকল্পটি তুলে দেয় ইরান। কিন্তু বিলম্বের কারণে এই প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল ইরান সরকার। যা ভারতের বৈদেশিক সম্পর্কে ক্ষতি করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই রেললাইন প্রকল্পটি আফগানিস্তান ও মধ্য এশিয়ায় একটি বিকল্প বাণিজ্য রুট তৈরির জন্য আফগানিস্তান এবং ইরানের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তিতে ভারতের অঙ্গীকারের অংশ ছিল। সেখান থেকেই এবার বাদ পড়ল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তেহরান সফরকালে ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি এবং আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরাফ গনির সঙ্গে এই চুক্তি স্বাক্ষরের পর এটি চূড়ান্ত হয়েছিল।

ইন্ডিয়ান রেলওয়ে কনস্ট্রাকশন লিমিটেড (আইআরসিএন) ১.৬ বিলিয়ন মার্কিন ডলার অর্থ ব্যয়ের পাশাপাশি এই রেলপথ প্রকল্পে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। তবে আমেরিকা, ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় কাজটি কখনই শুরু হয়নি।

এপ্রসঙ্গে ইরানের অভিযোগ, আর্থিক সমস্যার জন্য ভারতের সঙ্গে এই প্রকল্পে এগোতে পারেনি তারা। ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার ভারতের দরজায় কড়া নাড়লেও উপযুক্ত সময়ে কাজ শেষ করা যায়নি।

অপরদিকে, ইরান, চিনের সঙ্গে ২৫ বছরের অর্থনৈতিক ও সুরক্ষা অংশীদারিত্ব চূড়ান্ত করতে চাইছে। এই চুক্তিটির মূল্য ৪০০ বিলিয়ন ডলার। ইরান ও চিনের মধ্যে এই চুক্তি চূড়ান্ত হলে ব্যাংকিং, টেলিযোগাযোগ, বন্দর, রেলপথ এবং অন্যান্য অনেক প্রকল্প সহ ইরানের বিভিন্ন সেক্টরে চিনের উপস্থিতি বিস্তৃত হতে পারে। বিনিময়ে, চিন পরের ২৫ বছরের জন্য নিয়মিত প্রচুর পরিমাণে ইরানীয় তেলের সরবরাহতে ছাড় পাবে।

Google news