এটি এমের ৮৫ লক্ষ টাকা নিয়ে উধাও- কাণ্ডে ধৃত এক মহিলা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর:  চলতি মাসের ২৬ তারিখ রাতে জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর আতপুরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যংকের এটিএমের ৮৫লক্ষ টাকা লুট করে পালায় গাড়ির চালক। সেই ঘটনার তদন্তে নেমে আজ  বীজপুর থানার পুলিশ কল্যাণীর গয়েশপুর থেকে একজন মহিলা সহ ৩ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করে জগদ্দল থানার হাতে তুলে দেয়।

সূত্রের খবর, চালক রাজ হালদার তার এক বন্ধু তন্ময় দে কে সঙ্গে নিয়ে গা ঢাকা দিয়েছে। সেই বন্ধুর স্ত্রী পৌলমী দে। তাঁকে জেরা করেই তন্ময়ের বাড়ি তল্লাশি করে এই টাকা উদ্ধার হয়।সেই মামলায় গত পরশু থেকে আটক দেখানোর পর আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে, পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাকপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গাড়ির চালক রাজ হালদারের খোঁজে জগদ্দল থানার ওসি দেবর্ষি সিনহার নেতৃত্বে দুটি টিম এই মূহুর্তে বিহারে।

Google news