জুম-কে টক্কর দিতে বাজারে এল জিয়োমিট, এবার ভিডিও কল হবে বিনামূল্যে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: করোনার জেরে লকডাউন হওয়াতে ওয়ার্ক ফ্রম হোম এবং ওয়ার্ক ফ্রম স্কুল-কলেজ ব্যাপারটা বেশ জমে উঠেছে। আর এর সঙ্গে তাল মিলিয়ে জুম অ্যাপের চাহিদাও বেড়েছে। কিন্তু জুম অ্যাপের প্রাইভেসি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই   রিলায়্যান্স জিয়ো নিয়ে এল ভিডিও কলিং অ্যাপ ‘জিয়োমিট’। ‘জুম’কে টক্কর দিতেই মুকেশ আম্বানীর এই নতুন অ্যাপ।

জুমের মতন ফিচার সমস্ত একই। তবে কিছু ক্ষেত্রে পরিবর্তন রয়েছে। যেমন- জুমের মতন ৪০ মিনিট বাঁধাধরা সময়ের সীমাবদ্ধতা নেই। বরং একটানা ২৪ ঘণ্টাই কথা বলা যাবে এই অ্যাপের সাহায্যে। আর এই সুবিধা মিলবে একেবারে বিনামূল্যে।

জিয়ো-র তরফে জানানো হয়েছে যে, এইচডি কোয়ালিটির অডিয়ো এবং ভিডিও কলে একই সময়ে ১০০ জন পর্যন্ত কথাবার্তা চালাতে পারবেন। সেই সঙ্গে রয়েছে স্ক্রিন শেয়ারিং বা মিটিং শিডিউল করার মতনও একগুচ্ছ ফিচার। এমনকি, কোনও সিঙ্গল মোবাইল স্ক্রিনে জুমের মতো একসঙ্গে চার জনের বদলে সর্বাধিক ন’জন পর্যন্ত ব্যবহারকারীকেও দেখা যাবে।

এছাড়া, প্রাইভেসি বজায় রাখতে এই অ্যাপ চালু করতে হলে ইমেল আইডি ছাড়াও মোবাইল নম্বর দিয়ে সাইন-আপ করতে হবে। সেই সঙ্গে সংস্থার দাবি, সুরক্ষা বাড়াতে সব মিটিংই থাকবে পাসওয়ার্ডের ঘেরাটোপে। আগে থেকেই মিটিং শিডিউল করা ছাড়াও এক দিনে একাধিক ভিডিও কনফারেন্সের সুবিধাও মিলবে জিয়োমিট-এ। মিটিংয়ে হোস্ট-এর অনুমতি ছাড়া ঢোকা যাবে না। এবং ব্যবহারকারীকে ওয়েটিং রুম-এ রাখতে পারবেন হোস্ট।

পাশাপাশি, একটি ক্লিকেই গ্রুপ তৈরি করা বা কলিং-চ্যাট শুরু করা যাবে। সেই সঙ্গে একই সঙ্গে যে কোনও পাঁচটি ডিভাইসে ব্যবহার করা যাবে জিয়োমিটে।  এক ডিভাইস থেকে লগআউট না করেই অন্য ডিভাইসেও চালানো যাবে এটি। ‘সেফ ড্রাইভিং মোড’ ছাড়াও ডাবল ট্যাপ করে এই অ্যাপটি স্ক্রিনে এক্সপ্যান্ড করা যাবে বলেও সংস্থা সূত্রে খবর।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই নতুন অ্যাপ পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইওএস, ম্যাকওএস-এর পাশাপাশি ওয়েবেও। ইতিমধ্যেই এর বিটা টেস্টিংও হয়ে গিয়েছে। গুগল প্লেস্টোর থেকে ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি বার এই অ্যাপ ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে জিয়ো।

Google news