টর্ণেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের ছাত্র ছাত্রীদের হাতে ত্রাণ পৌঁছে দিল কাঁচড়াপাড়া-ব্যারাকপুর ‘কোভিড ভলান্টিয়ার্স গ্রুপ’

নিজস্ব প্রতিনিধি,ব্যারাকপুরঃ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসে কাঁচড়াপাড়া-ব্যারাকপুর কোভিড ভলান্টিয়ার গ্রুপের পক্ষ থেকে নৈহাটির জেটিয়া পঞ্চায়েতের বালিভাড়া অঞ্চলে বিধ্বংসী টর্ণেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের ছাত্র ছাত্রীদের হাতে ত্রাণ পৌঁছে দিল স্বেচ্ছাসেবকরা।

কোভিড কালে কাঁচড়াপাড়া থেকে ব্যারাকপুর পর্যন্ত এই শিল্পাঞ্চলের ছাত্র ছাত্রীদের নিজস্ব উদ্যোগে গঠিত হয় কাঁচড়াপাড়া-ব্যারাকপুর কোভিড ভলান্টিয়ার্স গ্রুপ।এই বিস্তীর্ণ ব্যারাকপুর শিল্পাঞ্চলের শতাধিক কোভিড আক্রান্ত মানুষের পাশে দাঁড়ায় এই স্বেচ্ছাসেবক, ছাত্র-ছাত্রীরা।

নিজের জীবন উপেক্ষা করে তারা সরাসরি যেমন আক্রান্ত সহনাগরিক দের জন্য অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দিয়েছে; তেমনই প্রয়োজনে হাসপাতাল সেফ হোমেও রোগী দের পৌঁছে দিয়ে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছে এই স্বেচ্ছাসেবক দের দল।

এদের বেশিরভাগই আঠারো থেকে কুড়ির ভিতর বয়সী। কেউ কেউ আবার সদ্য আঠারো ছুই ছুই! এরই ভিতর নিজেদের পড়াশোনার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ‘করোনা’ আক্রান্তদের জন্য এগিয়ে এসেছে তারা। আজ তাদেরই উদ্যোগে নিজেদের জমানো টাকায় ভয়াবহ “ইয়াস ” ঘূর্ণিঝড় পূর্ববর্তী বিধ্বংসী টর্ণেডোর ফলে হালিসহর অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ছাত্র-ছাত্রীদের হাতে বই,খাতা, কলম সহ লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল তারা।

আগামীদিনে আরও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ‘ইয়াশ ‘ ঘূর্ণিঝড়ে কবলিত সুন্দরবনের মৌসুমী, ঘোড়ামারা দ্বীপ ও উত্তর ২৪ পরগণার মিনাখা, সন্দেশখালির বিপন্ন মানুষের পাশে থাকতে চায় তারা। সে বিষয়ে সকল মানবিক সহনাগরিকদের সহযোগিতা তারা চাইছে।

Google news