Kharagpur: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হতেই খড়গপুর টাউন থানার পুলিশের জালে ৩ দুষ্কৃতি, এলাকায় চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুর: আবারও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার পুলিশের বড় সাফল্য। ডাকাতির উদ্দেশ্য জড় হয়েছিল তিনজন দুষ্কৃতি,শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুরের BNR ময়দান থেকে তিনজনকে গ্রেফতার করল খরগপুর টাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ওয়ান শাটার বন্দুক ও গুলি উদ্ধার করেছে খরগপুর টাউন থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বিএনআর ময়দানে খবর পেয়েই আমরা এই তিনজনকে গ্রেপ্তার করেছি ওদের কাছ থেকে একটি বন্ধু ও একটি গুলি পাওয়া গেছে । অভিযুক্ত তিন জনকে শনিবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হবে । অভিযুক্তরা হলেন দীপায়ন মাইকেল ওরফে গুমের আশীষ মহান্তি, ডি. জগমোহন এরা প্রত্যেকেই খড়্গপুরের বাসিন্দা অভিযুক্ত মাইকেলের আগেও বহু ঘটনার সঙ্গে জড়িত । আর এই খবর ছড়িয়ে পড়তে প্রশংসার ঝড় খড়গপুর শহরে।