আগামী সপ্তাহ থেকে চলবে কলকাতা মেট্রো, জেনে নিন বিধিনিষেধ

শুক্লা রায়চৌধুরী, কলকাতাঃ  তোড়জোড় শুরু হয়ে গিয়েছে অনুমতি মেলার পর থেকেই।সাথে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেইমত আগামী সপ্তাহ থেকেই তিলোত্তমার পাতালে ছুটবে মেট্রো। তবে মেট্রোয় চড়তে গেলে যাত্রীদের মানতে হবে কঠোর নিয়ম।

বুধবার কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল সেই নিয়মপঞ্জী। টোকেন নিষিদ্ধ করা হল পুরোপুরি। মেট্রো চড়তে গেলে ব্যবহার করতে হবে স্মার্টকার্ড। সঙ্গে থাকবে ই-পাস। সেইসব নিয়মবিধি নিয়েই বিজ্ঞপ্তি প্ৰকাশ করেছে মেট্রো।

    ……………………Advertisement……………………..

জেনে নিন নিয়ম বিধি-

  • মেট্রো চড়তে ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। এমনকি অনলাইন রিচার্জের জন্য অ্যাপ ডাউনলোড করার কথাও বলা হয়েছে।
  • মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক।
  • স্টেশনে ঢোকার আগে স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
  • পাশাপাশি আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার কথাও বলা হয়েছে।
  • প্ল্যার্টফর্মে ঢোকা ও বেরোনোর জন্য নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে।
  • থার্মাল গানের মাধ্যমে নিজের শরীরের তাপমাত্রা মেপে তবেই ঢুকতে হবে স্টেশনে।
  • সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
  • স্টেশন চত্বরে থুতু ফেলা যাবে না।
  • স্টেশনের যত্রতত্র হাত দেওয়া যাবে না।
  • শিশু ও বয়স্করা মেট্রো চড়তে পারবেন না।
  • জ্বর-সর্দি-কাশি থাকলে তাঁর মেট্রোয় চড়ার অনুমতি মিলবে না।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে যাত্রী সাধারণের জন্য খুলে যাচ্ছে কলকাতা মেট্রোর দরজা। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো। সেই মেট্রোতে উঠতে গেলে মানতেই হবে এই নিয়মগুলো।